ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভিনিসিয়ুসের অন্তিম মুহূর্তের গোলে হাঁপ ছেড়ে বাঁচল ব্রাজিল

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৪, ২১ মার্চ ২০২৫   আপডেট: ১২:৩৩, ২১ মার্চ ২০২৫
ভিনিসিয়ুসের অন্তিম মুহূর্তের গোলে হাঁপ ছেড়ে বাঁচল ব্রাজিল

দক্ষিণ আমেরিকা বিশ্বকাপ বাছাইয়ের টেবিলে, এমনিতেই ব্রাজিলের অবস্থান ছিল নড়বড়ে। আজ (২১ মার্চ, ২০২৫) সকালে যখন ম্যাচের শেষ বাঁশি বাজানোর অপেক্ষায় ছিলেন রেফারি তখন কলম্বিয়ার বিপক্ষে ১-১ গোলের সমতায় ছিল সেলেসাওরা। তবে একদম শেষ দিকে ত্রাতা হয়ে আসলেন ভিনিসিয়ুস জুনিয়র।

যোগ করা সময়ের নবম মিনিটে দূরপাল্লার চোখ ধাঁধানো এক গোল করেন ভিনিসিয়ুস। ফলে ঘরের মাঠে ২-১ ব্যবধানে কলম্বিয়াকে হারিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে আসল ব্রাজিল। তবে আজকের ম্যাচে জয় না পেলে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে নেমে যেতে হতো দরিভাল জুনিয়রের দলকে।

আরো পড়ুন:

ঘরের মাঠ মানে গারিনভা স্টেডিয়ামে অবশ্য দাপট দেখিয়েছে ব্রাজিলই। কলম্বিয়ার ১০ শটের বিপরীতে তারা নেয় ১৭ শট। সেলেসাওদের ৭টি শট ছিল লক্ষ্যে, অন্যদিকে কলম্বিয়ার ছিল মাত্র ৩টি। ভিনিকে ডি বক্সে দানিয়েল মুনিয়োস ফাউল করায় পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ম্যাচের ষষ্ঠ মিনিটে বার্সেলোনার উইঙ্গার রাফিনিয়া সফল স্পট কিক থেকে ব্রাজিলকে এগিয়ে নিতে ভুল করেননি।

পিছিয়ে পড়া কলম্বিয়া নিজেদের গুছিয়ে নিয়ে কয়েকবার আক্রমণে যায়। শুরুর কয়েকটি প্রেচেষ্টা তেমন কার্যকর না হলেও ৪১ মিনিটে ঠিকই গোল আদায় করে নেয় অতিথিরা। দারুণ এক আক্রমণ থেকে ব্রাজিলের ডিফেন্সের প্রতিরোধ ভেঙে দেয় কলম্বিয়া। অসাধারণ ফিনিশিংয়ে গোল করে দলকে সমতায় ফেরান লিভারপুল তারকা ‍লুইস দিয়াজ।

বিরতির পর আক্রমণ বাড়ালেও গোল আদায় করতে পারছিল না সেলেসাওরা। ম্যাচের ৯৯ মিনিটে দূরপাল্লার কোণাকোণি শট নেন ভিনি। কলম্বিয়ান ডিফেন্ডার হেড করে ক্লিয়ার করতে চান। তবে উল্টো দিক পাল্টে বলটি খুঁজে নেয় জাল। ফলে নিশ্চিত হয় স্বাগতিকদের জয়।

কলম্বিয়ার বিপক্ষে সবশেষ দুই ম্যাচে জয় ছিল না ব্রাজিলের। এক ড্রয়ের পাশাপাশি ছিল একটি হার। অবশেষে সেই খরা কাটল সেলসেসাওদের। ১৩ ম্যাচ শেষে ব্রাজিলের পয়েন্ট। অন্যদিকে এক ম্যাচ কম খেলে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা। ১২ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উরুগুয়ে।

ঢাকা/নাভিদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়