ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

১০ জনের রিয়ালের কষ্টার্জিত জয়, এমবাপ্পের প্রথম লাল কার্ড

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৮, ১৩ এপ্রিল ২০২৫   আপডেট: ২২:৫৬, ১৩ এপ্রিল ২০২৫
১০ জনের রিয়ালের কষ্টার্জিত জয়, এমবাপ্পের প্রথম লাল কার্ড

স্প্যানিশ লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে ১০ জন নিয়ে খেলেও জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। রোববার (১৩ এপ্রিল) রাতে নিচের দিকের দল আলাভেসকে তারা ১-০ গোলে হারিয়েছে। ম্যাচের প্রথমার্ধেই কিলিয়ান এমবাপ্পের লাল কার্ড রিয়ালকে কঠিন অবস্থায় ফেলে দেয়। তবে শেষ পর্যন্ত এডুয়ার্ডো কামাভিঙ্গার দুর্দান্ত গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে চ্যাম্পিয়নরা।

এদিন ম্যাচের ৩৪ মিনিটে বক্সের বাইরে থেকে চমৎকার এক বাঁকানো শটে গোল করেন কামাভিঙ্গা। তার এই গোলটিই ম্যাচের ব্যবধান গড়ে দেয়। এর আগে আলাভেসের রাউল আসেনসিও একটি গোল করলেও সেটি ভিএআর চেকে বাতিল হয়ে যায়।

আরো পড়ুন:

প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ম্যাচের ৩৮ মিনিটে এমবাপ্পে মারাত্মক ট্যাকল করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। তাতে রিয়াল ১০ জনে পরিণত হয়। তবে দ্বিতীয়ার্ধে উভয় দলের খেলোয়াড় সংখ্যা সমান হয়ে যায়। ম্যাচের ৭০ মিনিটের মাথায় আলাভেসের মানু সানচেজ রিয়ালের ভিনিসিউস জুনিয়রকে একই ধরনের ফাউল করে লাল কার্ড দেখেন।

এই জয়ের ফলে রিয়াল মাদ্রিদ ৩১ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে চার পয়েন্ট পিছিয়ে আছে তারা। বার্সা একদিন আগেই লেগানেসকে ১-০ গোলে হারিয়ে শীর্ষস্থান মজবুত করেছে।

অন্যদিকে, আলাভেস ৩০ পয়েন্ট নিয়ে ১৭তম স্থানে অর্থাৎ অবনমন অঞ্চলের একেবারে কাছাকাছি অবস্থান করছে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়