ঢাকা     রোববার   ০৭ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চাপহীন ক্রিকেটে সিরিজ জিততে চায় জিম্বাবুয়ে

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৪, ২৭ এপ্রিল ২০২৫   আপডেট: ২১:০৭, ২৭ এপ্রিল ২০২৫
চাপহীন ক্রিকেটে সিরিজ জিততে চায় জিম্বাবুয়ে

সিলেটে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট জিততে হৃদয় দিয়ে খেলেছিল জিম্বাবুয়ে। ব‌্যাটিংয়ে, বোলিংয়ে ইতিবাচক মনোভাবে ২২ গজে পারফর্ম করেছিলেন ক্রেইগ আরভিন, শন উইলিয়ামস, মুজারাবানিরা। তাতে চোখ রাঙানি দিয়ে বাংলাদেশকে হারিয়েছে তারা। সিরিজের দ্বিতীয় টেস্ট আগামীকাল শুরু হচ্ছে চট্টগ্রামে। ভালো করতে পারলে এই ম‌্যাচেও জয় পাওয়া সম্ভব এমনটাই মনে করেন জিম্বাবুয়ের অধিনায়ক আরভিন। এজন‌্য বাড়তি চাপ নেওয়ার পক্ষপাতি নন তিনি।

চাপহীন ক্রিকেট খেলে চট্টগ্রামে বিজয়ের পতাকা উড়িয়ে সিরিজ জিততে চান আরভিন, ‘‘প্রথম ম্যাচটি জেতার প্রক্রিয়াটি বোঝা গুরুত্বপূর্ণ। এমন না যে, ১-০ তে এগিয়ে থাকায় আমরা নিজেদের ওপর চাপ নিয়ে নেব। অবশ্যই সিরিজ জয়ের একটা প্রত্যাশা থাকবে। ছোট ছোট ধাপে ভাগ করতে হবে এবং প্রক্রিয়া ঠিক রাখতে হবে। যত লম্বা সময় এটি করতে পারব, তত আমাদের সুযোগ পারবে। এখনই ম্যাচের ফল নিয়ে ভাবলে হবে না।”

আরো পড়ুন:

বাংলাদেশের একাদশে এই ম‌্যাচে দুটি পরিবর্তন আসতে পারে। ওপেনিংয়ে এবং পেস বোলিংয়ে। নাহিদ রানার জায়গায় তানজিম সাকিব আসতে পারেন। তবে স্পিন শক্তি বাড়ালে তানভীরও ঢুকতে পারেন। আর ওপেনিংয়ে সাদমান কিংবা জয়ের জায়গায় এনামুল। বাংলাদেশের একাদশে কারা থাকবেন, কারা থাকবেন না সেটা নিয়ে খুব বেশি চিন্তিত মনে হলো না আরভিনকে, ‘‘আমার মনে হয় না শক্তি কমেছে। আমরা গতি হারিয়েছি। নাহিদ রানার মতো গতিময় আর কেউ নেই। তবে স্কিল আছে, বিশেষ করে চট্টগ্রামে বোলিংয়ের কৌশল তারা জানে। এটি সবসময়ই মন্থর উইকেট। আশা করি আমরা টার্ন আদায় করে নেব এবং পেসাররা স্কিল দিয়ে নিজেদের কাজটা করবে।”

প্রস্তুতি শুরুর আগে চট্টগ্রামের উইকেট দেখতে পারেননি আরভিন। তবে ধারনা পেয়েছেন, ‘‘নেটের উইকেটগুলো আমাদের কাছ কিছুটা মন্থর মনে হয়েছে। খেলা যত এগোবে, হয়তো স্পিন বেশ বড় ভূমিকা রাখবে এই টেস্টে।”

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়