৪ ম্যাচে ২৯৫ রান, বিশ্বকাপে চোখ জাওয়াদের
৪ ম্যাচে দুটিতেই সেঞ্চুরি। মোট রান ২৯৫। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ওপেনার জাওয়াদ আবরার শ্রীলঙ্কায় ব্যাট হাতে দুর্দান্ত সময় কাটাচ্ছেন।
শ্রীলঙ্কায় ছয় ম্যাচের সিরিজ খেলতে গিয়েছে বাংলাদেশ। কলম্বোতে প্রথম ওয়ানডে হেরে হোঁচট খায় বাংলাদেশ। এরপর টানা তিন ওয়ানডে জিতেছে দল। যেখানে দুটিতেই জাওয়াদের সেঞ্চুরিতে ভর করে অতিথিরা বিজয়ের পতাকা উড়িয়েছে। তার দু্যতিময় পারফরম্যান্সে মুগ্ধ দল। প্রশংসিত হচ্ছে তার ব্যাটিং অ্যাপ্রোচ। ব্যাটিং ধারাবাহিকতাও দেখাচ্ছে বড় আশা।
২২ গজে রানের ফোয়ারা ছুটিয়ে দেওয়া এই ব্যাটসম্যান নিজের পারফরম্যান্সে যারপরনাই খুশি। সঙ্গে দল ভালো করায় আনন্দটাও দ্বিগুন, ‘‘দেশের জন্য সেঞ্চুরি করতে পেরেছি, তাও তিন ম্যাচের মধ্যে দুটি। তাই খুব ভালো লাগছে। দল আমার জন্য জিততে পেরেছে। এই জয়ে আমার অবদান ছিল। এজন্য আমি অনেক খুশি।’’
দিন পাঁচেক আগে লক্ষ্য তাড়া করতে নেমে ১৩০ রানের অপরাজিত ইনিংস খেলেন ডানহাতি ওপেনার। আজ তার ব্যাট থেকে আসে ঝলমলে ১১৩ রান। এর আগে প্রথম ওয়ানডেতে ১৪ ও তৃতীয় ওয়ানডেতে ৩৮ রান করেন। রানছুট থামাতে চান না জাওয়াদ। এই ফর্ম, আত্মবিশ্বাস নিয়ে যেতে চান যুব বিশ্বকাপেও, ‘‘পরবর্তী লক্ষ্য…ইনশাআল্লাহ সামনে আমাদের বিশ্বকাপ আছে। আমাদের দলটাও আলহামদুলিল্লাহ অনেক ব্যালেন্স। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সবদিক থেকেই। তাই আমরা আশাবাদী দেশের জন্য ভালো কিছু করব।’’
২০২৬ সালে যুব বিশ্বকাপ আছে জিম্বাবুয়ে ও নামিবিয়াতে। ২০২০ যুব বিশ্বকাপের চ্যাম্পিয়ন বাংলাদেশ। জাওয়াদের প্রত্যাশা, ‘‘দলগতভাবে আমরা সেরা ক্রিকেটটা খেলতে চাই। আমাদের যে সম্ভাবনা আছে সে অনুযায়ী খেলতে পারলে বিশ্বকাপে আমরা ভালো কিছু করতে পারব ইনশাআল্লাহ।’’
ঢাকা/ইয়াসিন