ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বড় জয়ে বিজয়-শরিফুলদের সিরিজ শুরু

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৯, ৫ মে ২০২৫   আপডেট: ১৬:৩৮, ৫ মে ২০২৫
বড় জয়ে বিজয়-শরিফুলদের সিরিজ শুরু

নিউ জিল্যান্ড ‘এ’ দলকে প্রথম আন-অফিসিয়াল ওয়ানডেতে বড় ব্যধানে হারিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। বল হাতে শরিফুল ইসলামদের তোপের পর এনামুল হক বিজয়-মাহিদুল ইসলাম অঙ্কনদের ব্যাটে জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

সোমবার (০৫ মে) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করতে নেমে ১৪৭ রানে অলআউট হয় সফরকারীরা। তাড়া করতে নেমে ২৭.২ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।

আরো পড়ুন:

অঙ্কন ৪২ ও অধিনায়ক নুরুল হাসান সোহান ২০ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। সর্বোচ্চ ৩৮ রান করেন এনামুল হক। ২৪ রান আসে পারভেজ হোসেন ইমনের ব্যাট থেকে। ১৮ রান করেন মোহাম্মদ নাঈম শেখ। কিউইদের হয়ে ২ উইকেট নেন ক্রিস্টিয়ান ক্লার্ক।

এর আগে শুরু থেকেই বাংলাদেশের দুই পেসার খালেদ আহমেদ এবং শরিফুল ইসলাম গতির ঝড় তোলেন। সেই ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় কিউই ব্যাটিং লাইনআপ। আসা-যাওয়ার মিছিলে যোগ দেন তারা। তাতে পঞ্চাশের আগে ৫ উইকেট হারানো কিউইরা একশর আগে গুটিয়ে যাওয়ার শঙ্কায় ছিল।

তাদের মান রক্ষা করেন সাত নম্বরে নামা ডি ডিন ফক্সক্রফ্ট। তিনি সর্বোচ্চ ৭২ রান করেন ৬৪ বলে। দ্বিতীয় সর্বোচ্চ ৫০ বলে ৪২ রান করেন ওপেনার রেইস মারিউ। দলের বাকি ৯ ব্যাটারের সবাই আউট হয়েছেন মোবাইল ডিজিটের ঘরে। এর মধ্যে টপ অর্ডারের ৪ জনসহ মোট ৫ ব্যাটার কোনো রান না করেই ফিরে গেছেন ড্রেসিংরুমে। নিউ জিল্যান্ডের ইনিংসে ব্যাটিং ধ্বস নামানোর দুই কারিগর খালেদ ও শরিফুল। তাদের সঙ্গে যোগ দেন স্পিনার তানভীর ইসলামও। খালেদ ও তানভীর সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন। শরিফুল ও এবাদত হোসেন নেন ২টি করে উইকেট।

ঢাকা/রিয়াদ/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়