ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দ. আফ্রিকার বিপক্ষে পারলো না নারী ইমার্জিং দল

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫১, ৬ মে ২০২৫  
দ. আফ্রিকার বিপক্ষে পারলো না নারী ইমার্জিং দল

দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে পারলো না বাংলাদেশ নারী ইমার্জিং দল। ৫ উইকেটে হেরে ৩ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে গেছে বাংলাদেশের মেয়েরা।

চট্টগ্রামে মঙ্গলবার (০৬ মে) আগে ব্যাটিং করতে নেমে মাত্র ১৭৯ রান করে বাংলাদেশ। তাড়া করতে নেমে ৪৫.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় সফরকারীরা।

আরো পড়ুন:

টনিক্লিফ ও মার্কশিয়া অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। সর্বোচ্চ ৮৯ রান আসে টনিক্লিফের ব্যাট থেকে। টনিক্লিফের হাতে ওঠে ম্যাচসেরার পুরস্কার।

মার্কশিয়ার ব্যাট থেকে আসে ৫০ রান। এ ছাড়া টাকার ২৪ রান করেন। বাংলাদেশের হয়ে ফারিহা সর্বোচ্চ ২ উইকেট নেন।

এর আগে সুমাইয়ার ফিফটিতে ভর করে কোনো মতে দেড়’শ পার করে বাংলাদেশ। তার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৫২ রান। থিতু হয়েও বড় ইনিংস খেলতে পারেননি শারমিন-ইশমা। দুজনের ব্যাট থেকে যথাক্রমে রান আসে ৩৪ ও ২৯।

এ ছাড়া দিশা ১৩, সানজিদা ৪ ও সাথি ৪ রান করে আউট হন। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন টাকার। ২ উইকেট নেন এনজুজা।

ঢাকা/রিয়াদ/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়