ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

২০২৬ বিশ্বকাপে কি খেলতে পারবে রাশিয়া, যা জানালেন ট্রাম্প

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৯, ৭ মে ২০২৫   আপডেট: ২২:৪৪, ৭ মে ২০২৫
২০২৬ বিশ্বকাপে কি খেলতে পারবে রাশিয়া, যা জানালেন ট্রাম্প

২০২৬ সালের ফিফা বিশ্বকাপের জন্য রাশিয়ার অংশগ্রহণ নিয়ে সম্প্রতি আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মন্তব্য করেছেন, রাশিয়ার জন্য বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ ‘‘একটি ভালো প্রণোদনা’’ হতে পারে ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধ শেষ করার জন্য।

তবে, ফিফা ও উয়েফার বর্তমান নিষেধাজ্ঞার কারণে রাশিয়া ২০২৬ বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারবে না। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর, ফিফা ও উয়েফা রাশিয়ার জাতীয় দল এবং ক্লাবগুলিকে সব আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করেছে।

আরো পড়ুন:

ট্রাম্পের মন্তব্যের পর, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো স্পষ্ট করেছেন যে, রাশিয়ার নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে এবং তারা ২০২৬ বিশ্বকাপে অংশ নিতে পারবে না।

ট্রাম্প পরে বলেন, তিনি রাশিয়ার জন্য বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের পক্ষে লবিং করছেন না, তবে তিনি মনে করেন এটি একটি সম্ভাব্য প্রণোদনা হতে পারে যুদ্ধ শেষ করার জন্য।

বর্তমানে রাশিয়া ২০২৬ বিশ্বকাপের ইউরোপীয় অঞ্চলের বাছাইপর্বে অংশ নিচ্ছে না এবং তাদের নিষেধাজ্ঞা বহাল রয়েছে।

রাশিয়া ২০২৬ বিশ্বকাপে অংশ নিতে পারবে না, যদি না ফিফা ও উয়েফা তাদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে। ট্রাম্পের মন্তব্য একটি রাজনৈতিক প্রস্তাবনা হলেও, ফিফার বর্তমান নীতিতে কোনো পরিবর্তন আসেনি।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়