ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আজিজুলের আক্ষেপ, বৃষ্টির বাগড়ার পর সিরিজ জিতে উল্লাস যুবাদের

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৬, ৮ মে ২০২৫   আপডেট: ২০:২৯, ৮ মে ২০২৫
আজিজুলের আক্ষেপ, বৃষ্টির বাগড়ার পর সিরিজ জিতে উল্লাস যুবাদের

শ্রীলঙ্কায় অনূর্ধ্ব-১৯ দল ছয় ম্যাচের সিরিজ ৩-২ ব্যবধানে জিতে নিল। আজ বৃহস্পতিবার (০৮ মে) কলম্বোয় শেষ ওয়ানডে বৃষ্টিতে পরিত্যক্ত হয়। আগে থেকে সিরিজে এগিয়ে থাকায় বাংলাদেশের যুবারা হেসেছে শেষ হাসি। সিরিজের শেষটা বৃষ্টিতে পণ্ড হলেও যতটুকু খেলা হয়েছে তাতে প্রাপ্তি বাংলাদেশের অধিনায়ক আজিজুল হাকিমের ঝলমলে ৯৪ রানের ইনিংস। বাঁহাতি ব্যাটসম্যান ৯৪ রান করে আউট হন।

বাংলাদেশ টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ৩৯.১ ওভারে ৩ উইকেটে ১৮৮ রান করে। এরপর বৃষ্টির বাগড়ায় ম্যাচ পরিত্যক্ত হয়। আজিজুলের সেঞ্চুরি মিসের দিনে বাংলাদেশ কেবল সিরিজই জিতেনি। সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন দুই সেঞ্চুরি করা জওয়াদ আবরার। ছয় ম্যাচে ৬০.৪০ গড়ে ৩০২ রান করেছেন জাওয়াদ।

আরো পড়ুন:

এছাড়া আজিজুল ৭০.২৫ গড়ে করেছেন ২৮১ রান। আজকের ৯৪ রানের ইনিংসটি ছিল ১১১ বলে ৭ চার ও ২ ছক্কায় সাজানো। আজিজুলের সঙ্গে আজ রান পেয়েছেন রিজান। দুজন ১০৮ রানের জুটি করেন। রিজান ২ চার ও ১ ছক্কায় ৬৪ বলে ৪৮ রান করে অপরাজিত থাকেন।

সিরিজে বাংলাদেশের ব্যাট-বলের পারফরম্যান্স বেশ উজ্জ্বল ছিল। ব্যাটসম্যানদের পাশাপাশি বোলাররাও দ্যুতি ছড়িয়েছেন। ৫ ম্যাচে ১৩.৬৬ গড় ও ৫.৩১ ইকোনমিতে ১২ উইকেট নিয়েছেন। এছাড়া সাইমুন বশির ৬ ও আজিজুল ৫ উইকেট পেয়েছেন।

আগামী বছর জিম্বাবুয়ে ও নামিবিয়াতে হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। এর আগে এই দলটাকে বড় মঞ্চের জন্য প্রস্তুত করছে বিসিবি।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়