ঢাকা     বৃহস্পতিবার   ১৯ জুন ২০২৫ ||  আষাঢ় ৫ ১৪৩২

কোচ হিসেবে রিয়ালে ফিরলেন জাবি আলোনসো

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩০, ১২ মে ২০২৫   আপডেট: ১৬:৪০, ১২ মে ২০২৫
কোচ হিসেবে রিয়ালে ফিরলেন জাবি আলোনসো

স্প্যানিশ ফুটবলের ইতিহাসে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় রচিত হতে যাচ্ছে। রিয়াল মাদ্রিদ তাদের প্রিয় সাবেক মিডফিল্ডার জাবি আলোনসোকে আগামী তিন বছরের জন্য প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। আগামী মৌসুমের আগেই ক্লাব বিশ্বকাপ থেকে নতুন দায়িত্বে দেখা যাবে তাকে।

কয়েক সপ্তাহ ধরেই চলছিল গুঞ্জন—আসছে মৌসুমে রিয়ালের ডাগআউটে দেখা যেতে পারে আলোনসোকে। এবার সেই জল্পনার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে তাকে ক্লাবের প্রধান কোচের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ‘লস ব্লাঙ্কোস’। বিশ্বস্ত ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর ঘোষণায় বিষয়টি আরও স্পষ্ট হয়, যিনি নিজের সিগনেচার বাক্য ‘হেয়ার উই গো’ দিয়ে আলোনসোর ফেরার খবর নিশ্চিত করেন।

তিন বছরের একটি চুক্তিতে স্প্যানিশ এই কিংবদন্তিকে দলে ভেড়ানো হয়েছে। শুধু খেলোয়াড় হিসেবেই নয়, কোচ হিসেবেও তিনি নিজেকে প্রমাণ করেছেন। বায়ার লেভারকুসেনের কোচ হিসেবে তার সময়টা ছিল অনন্য। জার্মান ক্লাবটিকে তিনি এনে দিয়েছেন বুন্দেসলিগা ও ডিএফবি পোকাল শিরোপা এবং তা একেবারে অপরাজিত মৌসুম শেষে। যদিও ইউরোপা লিগের ফাইনালে হোঁচট খেতে হয়েছিল তাদের।

আরো পড়ুন:

আলোনসোর আগমন নিয়ে কিছুটা দ্বিধা থাকলেও রিয়াল শেষপর্যন্ত আনুষ্ঠানিকতা দ্রুত সেরে ফেলেছে। শুরুতে ধারণা করা হচ্ছিল, ক্লাব বিশ্বকাপ পর্যন্ত কোনো অন্তর্বর্তী কোচকেই দায়িত্বে রাখা হতে পারে অথবা বর্তমান কোচ কার্লো আনচেলত্তিকে সাময়িক সময়ের জন্য ধরে রাখা হবে। কিন্তু এসব সম্ভাবনার অবসান ঘটিয়ে রিয়াল নতুন ভবিষ্যতের পথে পা বাড়াল।

রিয়াল মাদ্রিদের হয়ে খেলা আলোনসোর ফিরে আসাটা অনেকটাই ‘ঘরের ছেলের ঘরে ফেরা’। তার সহকারী স্টাফ এবং অন্যান্য প্রশাসনিক বিষয়গুলোও ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে। এখন শুধু অপেক্ষা—মাঠে আলোনসোর কৌশলে আবার কেমন জাদু ছড়ায় কিংবদন্তিদের ক্লাবটি।

ঢাকা/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়