ক্যালির সেঞ্চুরিতে সিলেটে চাপে সোহানরা

নিক ক্যালির সেঞ্চুরির ওপর ভর করে প্রথম চার দিনের ম্যাচের তৃতীয় দিন শেষে সুবিধাজনক অবস্থানে আছে নিউজিল্যান্ড ‘এ’ দল। অন্যদিকে, প্রায় সারাদিন বল করেও মাত্র ৫ উইকেট নিতে পারা বাংলাদেশ ‘এ’ দল রয়েছে চাপে।
সিলেটে শুক্রবার তৃতীয় দিন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ২১৬ রান। ক্যালি ১১৭ ও মিচেল হেই ১১ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন। দলটির লিড দাঁড়িয়েছে ২০৪ রান।
১২ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে কিউইরা। ১০ রানে প্রথম উইকেট হারানোর পর শতরানের জুটি গড়ে প্রতিরোধ গড়েন জো কার্টার ও ক্যালি। কার্টার ৫৮ রানে আউট হলেও ক্যালি ১৬৮ বলে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন।
কার্টারের আউটের পর মাঝের তিন ব্যাটারকে দুই অঙ্কের ঘরে পৌঁছানোর আগেই সাজঘরে পাঠান টাইগার বোলাররা। এরপর ক্যালি-মিচেল দিন শেষ করে আসেন। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন হাসান মাহমুদ।
এর আগে ৮ উইকেটে ২৪৯ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে বাংলাদেশ। মাত্র ৭ রান যোগ করেই অলআউট হয়ে যায় দলটি। নিউজিল্যান্ড প্রথম ইনিংসে করেছিল ২৬৮, আর বাংলাদেশ থেমেছে ২৫৬ রানে। কিউইদের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন জোশ কার্কসন। ৩ উইকেট নেন ক্রিস্টিয়ান ক্লার্ক।
ঢাকা/রিয়াদ/আমিনুল