ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইনজুরিতে সেঞ্চুরিয়ান ইমন

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:১৭, ১৯ মে ২০২৫  
ইনজুরিতে সেঞ্চুরিয়ান ইমন

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে পারভেজ হোসেন ইমনকে একাদশে না দেখে  ভ্রু কুচকে গিয়েছিলো অনেকের। কেননা, আগের ম্যাচেই করেছেন সেঞ্চুরি। অবশেষে জানা গেল কারণ, কুঁচকির চোটে কারণেই একাদশে নেই ইমন।

প্রথম টি-২০ ম্যাচে দারুণ এক সেঞ্চুরি করেন ইমন। ৯ বছর পর জাতীয় দলের জার্সিতে টি-২০ সেঞ্চুরি পেলেও দ্বিতীয় ম্যাচেও একাদশে নেই ইমন। তার জায়গায় নেওয়া হয়েছে সাবেক টি-২০ অধিনায়ক নাজমুল শান্তকে। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, প্রথম টি-২০ ম্যাচে ব্যাটিংয়ের সময় গ্রোন ইনজুরিতে পড়েন ইমন। ফিটনেস টেস্টে তিনি পাস করলেও ঝুঁকি এড়াতে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। 

বিসিবি বার্তা বলেছে, ‘বাংলাদেশ দলের ওপেনার পারভেজ ইমন তার বাঁ পায়ে গ্রোন ইনজুরিতে (কুঁচকির মাংসপেশি) পড়েছেন। যে কারণে তিনি দ্বিতীয় ইনিংসে ফিল্ডিং করতে পারেননি। 

আজ সকালে (সোমবার) তার ফিটনেস টেস্ট নেওয়া হয়। সেখানে তিনি ম্যাচ খেলার জন্য ফিট হিসেবে ছাড়পত্র পান। তবে টিম ম্যানেজমেন্ট সবকিছু বিচার করে তাকে পুরোপুরি ফিট হতে সময় দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং দ্বিতীয় টি-২০ ম্যাচে না খেলানোর সিদ্ধান্ত নেয়।’ 

ইমন ছাড়ায় আমিরাতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে তিন পরিবর্তন আনা হয়েছে। সহঅধিনায়ক শেখ মেহেদীকে বসিয়ে লেগ স্পিন অলরাউন্ডার রিশাদ হোসেনকে একাদশে রাখা হয়েছে। মুস্তাফিজুর রহমানের জায়গায় একাদশে নেওয়া হয়েছে বাঁ-হাতি পেসার শরিফুল ইসলামকে। হাসান মাহমুদকে বিশ্রাম দেওয়া গতিময় পেসার নাহিদ রানাকে একাদশে নেওয়া হয়েছে। 

ঢাকা/রিয়াদ

ঢাকা/রিয়াদ

সর্বশেষ

পাঠকপ্রিয়