ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের দল ঘোষণা, নেই বাবর-শাহিন-রিজওয়ান

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৮, ২১ মে ২০২৫   আপডেট: ১৬:৩১, ২১ মে ২০২৫
বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের দল ঘোষণা, নেই বাবর-শাহিন-রিজওয়ান

বাংলাদেশের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য আজ বুধবার (২১ মে) পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আনুষ্ঠানিকভাবে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে। ঘরের মাঠে আয়োজিত এই সিরিজে পাকিস্তান দলকে নেতৃত্ব দেবেন মিডল অর্ডার ব্যাটসম্যান সালমান আলি আগা। সহ-অধিনায়ক হিসেবে থাকছেন অভিজ্ঞ অলরাউন্ডার শাদাব খান।

দলে আরও আছেন আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ ও হাসান আলি। এছাড়া স্কোয়াডে জায়গা পেয়েছেন মোহাম্মদ হারিস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান ও সাইম আইয়ুব। অভিজ্ঞ ও তারুণ্যের একটি চমৎকার মিশ্রণ রয়েছে দলে।

আরো পড়ুন:

তবে এই সিরিজের দল থেকে বাদ পড়েছেন পাকিস্তানের দুই অভিজ্ঞ ক্রিকেটার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। বাদ পড়েছেন পেসার শাহিন শাহ আফ্রিদিও। মূলত কাজের চাপ কমানো, তরুণদের সুযোগ দেওয়া ও রোটেশন পদ্ধতি অনুসরণ করতে গিয়ে এই তিন তারকাকে বিশ্রাম দেওয়া হয়েছে। সুতরাং, বাবর-রিজওয়ান-শাহিনের অনুপস্থিতি যে শুধু বিশ্রামের জন্য, তা নয়। এর পেছনে রয়েছে ভবিষ্যতের লক্ষ্য নিয়ে চিন্তা, দল গোছানোর প্রয়াস এবং নেতৃত্বে নতুন অধ্যায় শুরু করার প্রস্তুতির বিষয়ও।

এই সিরিজ আয়োজনের চূড়ান্ত ঘোষণা আসে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে কূটনৈতিক আলোচনা শেষে। গতকাল মঙ্গলবার, পিসিবি চেয়ারম্যান সৈয়দ মোহসিন রেজা নাকভি বাংলাদেশের ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ এবং বোর্ডের অন্যান্য কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন। বৈঠকে সিদ্ধান্ত হয়, বাংলাদেশ পাঁচ ম্যাচ নয়, তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাবে। নিরাপত্তাজনিত কারণে সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভি বাংলাদেশের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘‘এই সফর দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ককে আরও দৃঢ় করবে এবং ক্রীড়াভিত্তিক সৌহার্দ্যকে এগিয়ে নেবে।’’

সিরিজের তিনটি ম্যাচ যথাক্রমে ২৮, ৩০ মে ও ০১ জুন অনুষ্ঠিত হবে। এটি পাকিস্তান দলের নতুন হেড কোচ মাইক হেসনের প্রথম অ্যাসাইনমেন্ট হতে যাচ্ছে।

১৬ সদস্যের পাকিস্তান দল:
সালমান আলি আগা (অধিনায়ক)
শাদাব খান (সহ-অধিনায়ক)
আবরার আহমেদ
ফাহিম আশরাফ
ফখর জামান
হারিস রউফ
হাসান আলি
খুশদিল শাহ
হুসেইন তালাত
হাসান নওয়াজ
মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক)
মোহাম্মদ ওয়াসিম জুনিয়র
নাসিম শাহ
সাহিবজাদা ফারহান (উইকেটরক্ষক)
মুহাম্মদ ইরফান খান
মোহাম্মদ ইরফান খান (উইকেটরক্ষক)।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়