ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাংলাদেশ-ইউএই তৃতীয় টি-টোয়েন্টি আজ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১০, ২১ মে ২০২৫  
বাংলাদেশ-ইউএই তৃতীয় টি-টোয়েন্টি আজ

বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টি আজ (বুধবার) অনুষ্ঠিত হবে। শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় ম্যাচটি শুরু হবে।

দুই দলের এই সিরিজ ১-১ এ সমতায়। আজ যারা জিতবে তারাই জিতে নেবে সিরিজ। প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ ২৭ রানে জয় পায়। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইউএই রুদ্ধশ্বাস ম্যাচ জেতে ২ উইকেটে। আজ কার মুখে হাসে ফোটে সেটাই দেখার।

এই সিরিজের আগে ইউএইর বিপক্ষে তিন ম্যাচ খেলে তিনটিতেই জিতেছিল বাংলাদেশ। প্রথম ম্যাচ জয়ের পর সংখ্যাটা বেড়ে যায়। কিন্তু দ্বিতীয় ম্যাচে ভরাডুবি পারফরম্যান্সে বাংলাদেশকে ম্যাচ হারতে হয়। বাংলাদেশকে যেকোনো ফরম্যাটে প্রথমবারের মতো হারানোর স্বাদ পায় স্বাগতিকরা।

বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স গণমাধ্যমে বলেছেন, ‘‘দেখুন, খেলাটা দুই দলের। তারা খুবই ভালো ব্যাটিং করেছে, আমরাও ভালো ব্যাটিং করেছি। ড্রপড ক্যাচ, আমরা বেশ কিছু ক্যাচ মিস করেছি। যেটা তাদের ম্যাচে রেখেছিল। তারা খুবই ভালো ব্যাটিং করেছে।'

বাংলাদেশকে হারানোয় দারুণ খুশি আরব আমিরাতের অধিনায়ক ওয়াসিম, ‘‘বাংলাদেশকে হারিয়ে আমি খুবই খুশি। পারফরম্যান্সে আমি আনন্দিত। ভাষায় প্রকাশ করার মতো নয় অনুভূতিগুলো।’’

শেষ ম‌্যাচে বাংলাদেশের বোলিং যুৎসই হয়নি। দুইশর বেশি রান নিয়েও জয় পায়নি। এ ম্যাচ দিয়েই টি-টোয়েন্টি সংস্করণে অভিষেক হয়েছিল পেসার নাহিদ রানার। তবে টি-টোয়েন্টি অভিষেকটা একদমই ভালো হয়নি তার। ৪ ওভারে ২ উইকেট নিলেও রান দিয়েছেন ৫০। তার থেকে আরো ভালো পারফরম‌্যান্সের প্রত‌্যাশায় বাংলাদেশের অধিনায়ক লিটন, ‘‘আমরা তার কাছে আরও বেশি কিছু প্রত্যাশা করেছি। তবে ক্রিকেটারের ভালো ও খারাপ দিন যেতেই পারে।’’

বাংলাদেশের সামনে এখন শুধুই ঘুরে দাঁড়ানোর লড়াই, আর আরব আমিরাত চইবে সিরিজ জয়ের ইতিহাসটাও রচনা করতে।

ঢাকা/ইয়াসিন

সর্বশেষ

পাঠকপ্রিয়