ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পাকিস্তান সফরের দল থেকে ছিটকে গেলেন সৌম্য, ফিরলেন মিরাজ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৪, ২২ মে ২০২৫   আপডেট: ১৭:০২, ২২ মে ২০২৫
পাকিস্তান সফরের দল থেকে ছিটকে গেলেন সৌম্য, ফিরলেন মিরাজ

পিঠের ইনজুরির কারণে পাকিস্তান সফরের দল থেকে ছিটকে গেলেন বাংলাদেশ দলের অভিজ্ঞ ব্যাটসম্যান সৌম্য সরকার। তার পরিবর্তে দলে নেওয়া হয়েছে অভিজ্ঞ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে। আজ বৃহস্পতিবার (২২ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সৌম্যের বাদ পড়া এবং তার বদলি হিসেবে মিরাজকে স্কোয়াডে অন্তর্ভূক্ত করার খবরটি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সৌম্য পিঠের ডান পাশের নিচের অংশে ব্যথা অনুভব করছিলেন গত এক সপ্তাহ ধরে। জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানিয়েছেন, চিকিৎসা পর্যালোচনার পর দেখা গেছে চোট কাটিয়ে মাঠে ফিরতে সৌম্যের অন্তত ১০ থেকে ১২ দিনের পুনর্বাসন প্রক্রিয়ার প্রয়োজন। ফলে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তাকে পাওয়া যাবে না নিশ্চিতভাবেই।

আরো পড়ুন:

সৌম্যের জায়গায় জাতীয় দলে যুক্ত হয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। পিএসএল খেলতে মিরাজ এখন পাকিস্তানেই অবস্থান করছেন। আজ খেলবেন লাহোর কালান্দার্সের হয়ে। পিএসএল শেষ হলেই তিনি লাহোরে অবস্থানরত বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন।

মিরাজ এর আগে বাংলাদেশ দলের হয়ে ২৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তার অভিজ্ঞতা ও সাম্প্রতিক ফর্মের ওপর ভরসা রেখেই তাকে অন্তর্ভুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড:
লিটন দাস (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলি, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব ও শরিফুল ইসলাম।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়