বেনেটের ব্যাটে সকালে ১৩৯, বিকেলে ১
এটাকে কী দারুণ একটি দিন বলা যাবে নাকি হতাশায় মোড়ানো? রেকর্ড গড়ে জিম্বাবুয়ের ওপেনার ব্রায়ান বেনেট সকালে করলেন ১৩৯ রান। বিকেলেই আবার ব্যাটিংয়ের সুযোগ হলো। করলেন মাত্র ১। সকালের সাফল্য বেনেট উপভোগ করবেন নাকি বিকেলের ব্যর্থতা? মিশ্র অনুভূতি!
ইংল্যান্ডের রানের পাহাড়ের জবাবে জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা অসহায় আত্মসমর্পণ করলেন। দেয়াল হয়ে দাঁড়িয়ে বেনেট করলেন কেবল ১৩৯ রান। ইংল্যান্ডের ৬ উইকেটে ৫৬৫ রানের জবাবে জিম্বাবুয়ে প্রথম ইনিংসে করতে পারে ২৬৫ রান। ইনিংস হার এড়ানোর চ্যালেঞ্জ এখন জিম্বাবুয়ের সামনে।
২ উইকেটে ৩০ রান তুলে দিন শেষ করেছে জিম্বাবুয়ে। এখনো তাদের করতে হবে ২৭০ রান। নটিংহ্যামে দ্বিতীয় দিনেই জয়ের আভাস পেতে শুরু করেছেন ইংলিশরা।
শুক্রবার দ্বিতীয় দিনের খেলায় সব আলো নিজেও ওপর কেড়ে নিয়েছেন বেনেট। ২৬ চারে ১৪৩ বলে ১৩৯ রানের ইনিংস খেলেন তরুণ ওপেনার। সেঞ্চুরিতে পেতে মাত্র ৯৭ বল খেলেন যা জিম্বাবুয়ের ৩৩ বছরের টেস্ট ইতিহাসে দ্রুততম।
শুরু থেকে বেনেট ছিলেন মারমুখী। প্রথম ওভারে স্যাম কুককে তিন চার মারেন। ৫৬ বলে পঞ্চাশ রান ছুঁতে উইকেটের চারিপাশে মেরেছেন ১০ চার। এরপর খুব দ্রুত পৌঁছে যান তিন অঙ্কে। ২৫ বছর পর জিম্বাবুয়ের কোনো ব্যাটসম্যান ইংল্যান্ডের মাটিতে সেঞ্চুরি পেলেন। ২০০০ সালে ট্রেন্ট ব্রিজেই ২৫০ বলে অপরাজিত ১৪৮ রানের ইনিংস খেলেছিলেন মারে গুডউইন।
তৃতীয় উইকেটে বেনেট ও শন উইলিয়ামস স্কোরবোর্ডে ৬০ রান যোগ করেন। বাকিরা ছিলেন নিষ্প্রভ। তাতে প্রথম ইনিংসে অল্পরানে গুটিয়ে যায় অতিথিরা। দ্বিতীয় সর্বোচ্চ ৪২ রান করেন অধিনায়ক ক্রেইগ আরভিন।
ইংল্যান্ডের হয়ে বল হাতে ৬২ রানে ৩ উইকেট নেন বাশির। স্টোকস ১১ রানে পেয়েছেন ২ উইকেট।
ফলো অনে পড়ে ব্যাটিং করতে নেমে বেনেট শুরুতেই ফিরে আসেন। ইনিংসের চতুর্থ ওভারে অ্যাটকিনসন তাকে এলবিডব্লিউ করেন। তার দেখানো পথ ধরে ফেরেন আরভিন। অষ্টম ওভারে ৭ রানে ২ উইকেট হারানো জিম্বাবুয়ে স্কোরবোর্ডে আরো ২৩ রান যোগ করে দিনের শেষ প্রান্তে। কারানের সঙ্গে অপরাজিত আছেন উইলিয়ামস।
ঢাকা/ইয়াসিন