ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

লেজের ব্যাটসম্যানদের দাপটের পর স্পিনে নড়বড়ে দক্ষিণ আফ্রিকা

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৮, ২৮ মে ২০২৫  
লেজের ব্যাটসম্যানদের দাপটের পর স্পিনে নড়বড়ে দক্ষিণ আফ্রিকা

আগের দিন কিছুটা অস্বস্তিকর অবস্থায় খেলা শেষ করেছিল বাংলাদেশ ইমার্জিং দল। তবে দ্বিতীয় দিনে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের ওপর চাপ সৃষ্টি করতে সক্ষম হয় স্বাগতিকরা। এতে ড্রেসিংরুমে হাসি ফোটে। লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের দৃঢ়তায় দল বড় সংগ্রহ গড়ে তোলে। এরপর স্পিনারদের চমৎকার বোলিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় বাংলাদেশ।

৭ উইকেটে ২৪২ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা বাংলাদেশ দিন শেষে ৩৭১ রানে থামে। স্পিনার রাকিবুল করেন ৩১ রান, রিপন মন্ডলের ব্যাট থেকে আসে ৪৩ রান। মাহেদী হাসান অপরাজিত থাকেন ৪৪ রানে। শেষ ব্যাটসম্যান নাঈম আহমেদ রান না করলেও ১৪ বল মোকাবিলা করেন, যা দলের রান বাড়াতে সহায়ক হয়।

আরো পড়ুন:

এই তিন লোয়ার অর্ডার ব্যাটারের দৃঢ়তায় বড় সংগ্রহ পায় বাংলাদেশ, যা সফরকারীদের জন্য চাপের কারণ হয়ে দাঁড়ায়।

বৃষ্টিবিঘ্নিত দিনে ৬ উইকেটে ১৫২ রান নিয়ে দিন শেষ করে দক্ষিণ আফ্রিকা। দলের পক্ষে সর্বোচ্চ ৫৪ রান করেন মুহাম্মদ মুনাক। ৯৫ বল খেলে তিনি এই ইনিংসটি খেলেন। এছাড়া সোমা পিল্লাই ২৯, আন্দ্রিলে চার্লস ২০ ও রিচার্ড সেলেটওয়ানে ১৯ রান করেন।

ব্যাট হাতে আলো ছড়ানোর পর বল হাতেও কার্যকর ছিলেন রিপন মন্ডল, ৩৫ রানে নেন ২ উইকেট। মেহেদী হাসানের ঝুলিতে যায় ১ উইকেট। স্পিনার রাকিবুল ৬৩ রানে পান ২ উইকেট। নাঈমও তুলে নেন ১ উইকেট।

দক্ষিণ আফ্রিকা এখনো ২১৯ রানে পিছিয়ে, হাতে রয়েছে ৪ উইকেট।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়