ঢাকা     বুধবার   ১৬ জুলাই ২০২৫ ||  শ্রাবণ ১ ১৪৩২

বাংলাদেশকে উড়িয়ে দেওয়া সেই ওয়াসিম আইসিসির মাসসেরা খেলোয়াড়

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৪, ৭ জুন ২০২৫   আপডেট: ১৮:২৮, ৭ জুন ২০২৫
বাংলাদেশকে উড়িয়ে দেওয়া সেই ওয়াসিম আইসিসির মাসসেরা খেলোয়াড়

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে গত মাসে টি-টোয়েন্টি সিরিজ হেরেছিল বাংলাদেশ। প্রথম ম‌্যাচ জয়ের পর দ্বিতীয় ও তৃতীয় ম‌্যাচ হেরে সিরিজ হারের তিক্ত স্বাদ পায় লিটন দাসের দল। বাংলাদেশকে স্রেফ উড়িয়ে দিয়েছিলেন সংযুক্ত আরব আমিরাতের অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম। তিন ম্যাচে দুই ফিফটিতে ১৪৫ রান করা আমিরাত অধিনায়কই হয়েছিলেন সিরিজের সেরা খেলোয়াড়। ধ্রুপদী সেই পারফরম‌্যান্সের কারণে এবার আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ বা মাসসেরা হয়েছেন ওয়াসিম।

অবশ‌্য এই পুরস্কার তার কাছে নতুন নয়। ২০২৪ সালে এপ্রিলের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন ওয়াসিম। দ্বিতীয়বার আইসিসির মাসসেরা হয়ে এক কীর্তিও গড়েছেন তিনি। সহযোগী সদস্য দলগুলোর প্রথম খেলোয়াড় হিসেবে একাধিকবার মাসসেরা হলেন ৩১ বছর বয়সী ওপেনার।

উচ্ছ্বসিত ওয়াসিম বলেছেন, ‘‘আমি দ্বিতীয়বারের মতো মাসসেরার পুরস্কার জিতে খুব আনন্দিত। আইসিসিকে ধন্যবাদ, আমাকে ভোট দেওয়ার জন্য সকল ভক্তদেরও ধন্যবাদ জানাই।  আমি আমার সব সতীর্থ ও সাপোর্ট স্টাফদেরও ধন্যবাদ জানাতে চাই—এই পুরস্কার ঠিক যতটা আমার, ততটাই তাদেরও। মে মাসটা আমাদের জন্য স্মরণীয়ই হয়ে থাকবে, শারজায় বাংলাদেশের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জিতেছি। এই জয় আমিরাতের ক্রিকেটের অগ্রগতির প্রমাণ।’’

আরো পড়ুন:

ওয়াসিম এ পুরস্কার জিততে পেছনে ফেলেছেন স্কটল্যান্ডের ব্র্যান্ডন ম্যাকমুলান ও যুক্তরাষ্ট্রের মিলিন্দ কুমারকে।  শুধু বাংলাদেশ সিরিজই নয়, গত মাসে ওয়াসিম উজ্জ্বল ছিলেন আইসিসি বিশ্বকাপ লিগ টু-তেও। ৫০ ওভারের সংস্করণে স্কটল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচে ৬১, ৪১ ও ৬১ রান করেছিলেন তিনি।
 

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়