ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ছক্কার বৃষ্টিতে অ্যালেনের ইতিহাস, গড়লেন দুই অনন্য বিশ্বরেকর্ড

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৫, ১৩ জুন ২০২৫   আপডেট: ১৭:৫৭, ১৩ জুন ২০২৫
ছক্কার বৃষ্টিতে অ্যালেনের ইতিহাস, গড়লেন দুই অনন্য বিশ্বরেকর্ড

বিশ্বজুড়ে টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট এখন কেবল বিনোদনের উৎস নয়, রেকর্ড গড়ার মঞ্চও বটে। আর এই মঞ্চে এবার ঝড় তুললেন নিউজিল্যান্ডের তরুণ ব্যাটার ফিন অ্যালেন। যুক্তরাষ্ট্রে শুরু হওয়া মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) তৃতীয় আসরের উদ্বোধনী ম্যাচেই গড়লেন দুইটি বিশ্বরেকর্ড। তার একটি এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা ও আরেকটি সবচেয়ে কম বলে দেড়’শ রান পূর্ণ করার কীর্তি।

ওকল্যান্ডে অনুষ্ঠিত এই হাইভোল্টেজ ম্যাচে অ্যালেনের ব্যাট যেন পরিণত হয়েছিল ধ্বংসের তরবারিতে। ৫১ বলে অপরাজিত ১৫১ রান করে তিনি কেবল ম্যাচের মোড় ঘুরিয়ে দেননি, বদলে দিয়েছেন টি-টোয়েন্টির ইতিহাসের পাতাও।

আরো পড়ুন:

অ্যালেনের এই ইনিংস ছিল ছক্কায় ভরপুর। ১৯টি ছক্কা হাঁকিয়ে ভেঙে দেন ক্যারিবীয় কিংবদন্তি ক্রিস গেইল ও এস্তোনিয়ার সাহিল চৌহানের যৌথভাবে গড়া আগের রেকর্ড (১৮টি)। এই রেকর্ডটি দীর্ঘ ৭ বছর টিকে ছিল গেইলের নামে।

তবে শুধু ছক্কার রেকর্ডেই থেমে থাকেননি অ্যালেন। ২০ বলে ফিফটি, এরপর আরও মাত্র ১৪ বলে পৌঁছে যান শতকে। সব মিলিয়ে ৩৪ বলে সেঞ্চুরি করেন, যা এমএলসির ইতিহাসে সবচেয়ে দ্রুততম এবং বিশ্বের তৃতীয় দ্রুততম।

তবে সবচেয়ে বিস্ময়কর রেকর্ডটি হলো— ৪৯ বলে দেড়শ রান পূর্ণ করেন তিনি। যা টি-টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে কম বলে দেড়শ ছোঁয়ার নজির। এর আগে এই রেকর্ড ছিল দক্ষিণ আফ্রিকার ‘বেবি এবি’ খ্যাত ডেওয়াল্ড ব্রেভিসের দখলে, যিনি ৫২ বলে ১৫০ রান করেছিলেন।

এই ভয়ঙ্কর ইনিংসে অ্যালেন মাত্র ৫টি চার মারলেও বাকি ১৩৪ রানই করেন বাউন্ডারি থেকে, যা নিজেও একটি অনন্য কীর্তি।

ফিন অ্যালেনের এই ঝড়ো ইনিংসে ভর করে সান ফ্রান্সিসকো ইউনিকর্নস ৫ উইকেট হারিয়ে তোলে এমএলসি’র ইতিহাসের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ২৬৯ রান। দলের হয়ে সঞ্জয় কৃষ্ণমূর্তি ৩৬ ও হাসান খান ৩৮ রানের মূল্যবান ইনিংস খেলেন।

জবাবে ব্যাট করতে নেমে ওয়াশিংটন ফ্রিডম ছিল যেন দিশেহারা। মাত্র ১৪৬ রানেই অলআউট হয়ে তারা হেরে যায় বিশাল ১২৩ রানে। সান ফ্রান্সিসকোর পক্ষে হারিস রউফ ও হাসান খান ৩টি করে উইকেট শিকার করেন। অন্যপ্রান্তে রাচিন রবীন্দ্র (৪২) ও মিচেল ওয়েন (৩৯) চেষ্টা করলেও হার এড়াতে পারেননি।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়