গিল যুগের শুরুতেই আক্রমণাত্মক বার্তা
রিশাভ পান্ত ডাউন দ্য উইকেটে এসে বেন স্টোকসকে চার উড়ালেন। ইয়াসভি জয়সোয়াল বোলারের মাথার ওপর দিয়ে মারছেন অনায়েসে। শুভমান গিলকে থামানোই যাচ্ছে না। অভিজ্ঞতার ঢালা মেলে লোকেশ রাহুল দারুণ।
ভারতের টেস্ট ক্রিকেটে শুরু হয়েছে গিল যুগ। রোহিত, বিরাটরা টেস্ট ক্রিকেট থেকে সরে যাওয়ায় গিলের হাতে টেস্ট দলের দায়িত্ব। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে শুরু ভারতের নতুন মিশন।
প্রথম দিনেই বাজিমাত ভারতের। ৪.২২ স্ট্রাইক রেটে ব্যাটিং করে ৩ উইকেটে ৩৫৯ রান তুলেছে ভারত। এসেছে জোড়া সেঞ্চুরি। ওপেনার জয়সোয়াল ১০১ রান করেছেন। গিলের ব্যাট থেকে এসেছে অপরাজিত ১২৭। পান্ত ৬৫ রানে অপরাজিত থেকে শেষ করেছেন দিনের খেলা। এছাড়া ৪২ রান করেছেন রাহুল। সব পাওয়ার দিনে সাই সুদর্শনের যাত্রাটাই ভালো হয়নি। অভিষিক্ত এই ব্যাটসম্যান ৪ বল খেলেও খুলতে পারেননি রানের খাতা।
ইংল্যান্ডের আমন্ত্রণে লিডসে ব্যাটিংয়ে নেমে ভারতের শুরুটা ছিল দারুণ। উদ্বোধনী জুটিতে ৯১ রান করেন রাহুল ও জয়সোয়াল। মনে হচ্ছিল প্রথম সেশনে কোনো উইকেট হারাবে না ভারত। কিন্তু হঠাৎ ছন্দপতনে ২ উইকেট হারায় অতিথিরা। রাহুলকে ৪২ রানে স্লিপে আটকে দেন কার্স। এরপর স্টোকসের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন সুদর্শন।
সেখান থেকে জয়সোয়াল ও গিল ১২৯ রানের জুটি গড়েন। জয়সোয়াল তুলে নেন টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি। ইনিংসটি বড় করতে না পারেননি এরপর। স্টোকসের বলে বোল্ড হওয়ার আগে ১৬ চার ও ১ ছক্কা হাঁকান। সেখান থেকে পান্ত ও গিল ছিলেন অপ্রতিরোধ্য। অবিচ্ছিন্ন ১৩৮ রানের জুটি গড়ে দলকে বিশাল পুঁজির পথে এগিয়ে নেন।
ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি তুলেও মনোযোগ হারাননি গিল। ২২ গজে দাপট অব্যাহত রেখেছেন। পান্ত ফিফটি তুলে সেঞ্চুরির পথে এগিয়ে যাচ্ছেন।
ঢাকা/ইয়াসিন