ঢাকা     বুধবার   ১৬ জুলাই ২০২৫ ||  শ্রাবণ ১ ১৪৩২

সেঞ্চুরিতে ১৫ বছরের পুরনো রেকর্ড ছুঁলেন ডাকেট, বৃষ্টির চোখ রাঙানি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৮, ২৪ জুন ২০২৫  
সেঞ্চুরিতে ১৫ বছরের পুরনো রেকর্ড ছুঁলেন ডাকেট, বৃষ্টির চোখ রাঙানি

চতুর্থ ইনিংসে ৩৭১ রানের পাহাড়সম লক্ষ্য দিয়েও নিশ্চিন্তে ঘুমোতে পারছে না ভারতীয় শিবির। হেডিংলিতে যেন সময়টাই এখন ইংল্যান্ডের! ওপেনার বেন ডাকেট ও জ্যাক ক্রাউলির ব্যাটে এমন জমাট আক্রমণ শুরু হয়েছে, যেন ম্যাচের রাশ তাদের হাতেই।

ভারতের বোলিং আক্রমণের বিপরীতে কোনো ভয়ই যেন কাজ করছে না ইংলিশ উদ্বোধনী জুটির। উইকেট না হারিয়ে স্কোরবোর্ডে যোগ হয়েছে ১৮৭ রান। গড়েছেন দুর্দান্ত রেকর্ডও।

বেন ডাকেট নাম লেখালেন এক অনন্য কীর্তিতে। টেস্টের চতুর্থ ইনিংসে ইংল্যান্ডের পক্ষে সেঞ্চুরি করা ওপেনারদের তালিকায় জায়গা করে নিয়েছেন ১৫ বছর পর। সর্বশেষ এমন কীর্তি গড়েছিলেন অ্যালিস্টার কুক, ২০১০ সালে বাংলাদেশের বিপক্ষে মিরপুরে। এবার হেডিংলিতে সেই ইতিহাস পুনরায় লিখলেন ডাকেট। ১২১ বলে ১৪ চারে সেঞ্চুরি করেন তিনি।

আরো পড়ুন:

এটা তার ক্যারিয়ারের ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি। আর ভারতের বিপক্ষে দ্বিতীয়। চাপের মুহূর্তে তার ব্যাটে এমন নির্ভার খেলা নিঃসন্দেহে ইংল্যান্ডকে এনে দিয়েছে সাহস আর ভারতকে ঠেলে দিয়েছে দুশ্চিন্তার মধ্যে। এ রিপোর্ট লেখার সময় তার সঙ্গে ক্রাউলি অপরাজিত আছেন ৬৫ রানে। ডাকেট ১০৬ রানে।

ভারত যখন মাঠের ভেতর ইংলিশ ব্যাটসম্যানদের সামনে অসহায়, তখন মাঠের বাইরের সহায় হয়ে এসেছে প্রকৃতি। হঠাৎ বৃষ্টিতে বন্ধ হয় খেলা। যার ফলে কিছুটা স্বস্তি পেয়েছিল ভারত। তবে এই বিরতি সাময়িক। ইংল্যান্ড যদি এই ছন্দ ধরে রাখতে পারে তবে চতুর্থ ইনিংসে ৩৭১ রান তাড়া করার রেকর্ড গড়তেও আশ্চর্য হতো না। চাপটা এখন ভারতের কাঁধেই। বৃষ্টি যদি ম্যাচের বড় অংশ নষ্ট না করে, তাহলে সামনে এক উত্তেজনাপূর্ণ শেষ দিন অপেক্ষা করছে।

হেডিংলির এই টেস্ট যেন এক টানটান সাসপেন্সের গল্প—যেখানে প্রতিটি মুহূর্তে বদলে যাচ্ছে পরিস্থিতি। ভারত যেখানে ভাবছিল ম্যাচটা নিয়ন্ত্রণে, সেখানেই ডাকেট–ক্রাউলি দেখিয়ে দিলেন, ক্রিকেটের শেষ না হওয়া পর্যন্ত কিছুই নিশ্চিত নয়। এখন শুধু সময়ের অপেক্ষা, এই ম্যাচে শেষ হাসি কে হাসে; ইংল্যান্ড, ভারত নাকি বৃষ্টি?

ঢাকা/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়