ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ২২০

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৪, ২৫ জুন ২০২৫   আপডেট: ১৮:৪৪, ২৫ জুন ২০২৫
প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ২২০

বাংলাদেশ: ২২০/৮ 

প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ২২০। তাইজুল ৯ ইবাদত ৫ রানে অপরাজিত আছেন। বৃষ্টি বিঘ্নিত এই দিনে খেলা হয়েছে ৭১ ওভার। সর্বোচ্চ ৪৬ রান করেন সাদমান। এ ছাড়া মুশফিক ৩৫ লিটন দাস ৩৪ ও মিরাজ ৩১ রান করেন। থিতু হয়ে আউট হয়ে যাওয়ায় বড় সংগ্রহ করতে পারেনি বাংলাদেশ। অভিষিক্ত সোনাল দিনুশাসহ সর্বোচ্চ ২টি করে উইকেট নেন আসিথা-বিশ্ব। 

নাঈমের ৫১ বলের লড়াই 

এক প্রান্তে আগলে রেখেছিলেন নাঈম। মিরাজ আউটের পরও তাকে দেখাচ্ছিল সাবলীল। তাইজুলের সঙ্গে গড়েন ৩৯ বলে ১৭ রানের জুটি। অবশেষে থামতে হলো নাঈমকে। ৫১ বল খেলে ২৫ রান করেন এই ব্যাটার। ২১৪ রানে অষ্টম উইকেট হারালো বাংলাদেশ। ক্রিজে তাইজুলের সঙ্গী ইবাদত। 

মিরাজের আউটের পর বাংলাদেশের দুইশ

মুশফিকের মতো মিরাজও গুরত্বপূর্ণ সময়ে সাজঘরে ফিরলেন। শেষ বিকেলে মিরাজের এই উইকেট বাংলাদেশকে নিশ্চিত স্কোরবোর্ডে কম পুঁজি আনবে। বিশ্ব ফার্নান্দোর বলে খোঁচা দেন এই অলরাউন্ডার। ৩ চারের মারে ৪২ বলে ৩১ রান করেন মিরাজ। তার আউটের পর নাঈম-তাইজুলের ব্যাটে দুইশ স্পর্শ করে বাংলাদেশ। 

মুশফিকের বিদায়ে বিপাকে বাংলাদেশ

স্লগ সুইপ করতে গিয়ে বেঁচে গেছেন। এরপর ডিপ স্কয়ার লেগে খেলতে গিয়ে ধরা পড়েন। অভিষিক্ত সোনালের ঘূর্ণিতে পরাস্ত অভিজ্ঞ মুশফিক। ৭৫ বলে ৩৫ রান করেন তিনি। তার আউটে ষষ্ঠ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। ক্রিজে মিরাজের সঙ্গী নাঈম হাসান। এখন বোলারদের নিয়ে মিরাজ কতদূর যেতে পারেন এটাই দেখার। 

লিটনের ক্ষত নিয়ে চা-বিরতিতে বাংলাদেশ

চা বিরতির ঠিক আগে বাংলাদেশ শিবিরে ধাক্কা। ৩৩ রানে জীবন পেয়েছিলেন অল্পের জন্য। কিন্তু ইনিংস লম্বা করতে পারেননি লিটন। ৩৪ রানে অভিষিক্ত সোনাল দিনুশার ঘূর্ণিতে পরাস্ত হন। খোঁচা দিয়ে ফেরেন সাজঘরে। দুবারের চেষ্টায় বল তালুবন্দি করেন কুশল। তার আউটে ভাঙে ৬৭ রানের জুটি। লিটনের ব্যাট থেকে আসে ৩৪ রান। দ্বিতীয় সেশনে বাংলাদেশ ৩ উইকেট হারায়। মুশফিক ৩৪ রানে অপরাজিত আছেন। ক্রিজে আসা নতুন ব্যাটার মিরাজ মাত্র ১ বল খেলতে পেরেছেন।  

মুশফিক-লিটন জুটির ফিফটি

বৃষ্টির পর দারুণ ভাবে এগোচ্ছে মুশফিক-লিটন জুটি। এর আগে গলে এই জুটি রেকর্ড গড়েছিল। এবারও যেন সেই পথে হাটছেন দুজনে। জুটির ফিফটি হয় ৭৩ বলে। মুশফিক ৩০ ও লিটন ২৫ রানে ব্যাটিং করছেন। 

দেড় ঘণ্টা পর খেলা শুরু, বাংলাদেশের ১০০

বিরতির পর কিছুক্ষণ না যেতেই বৃষ্টি নামে কলম্বোয়। প্রায় দেড় ঘণ্টা বন্ধ থাকার পর দিনের নির্ধারিত ওভার থেকে ৯টি কমিয়ে পুনরায় খেলা শুরু হয়। মুশফিক-লিটনের জুটিতে বৃষ্টির পর ৩৫.১ ওভারে বাংলাদেশ শতরান পূর্ণ করে। 

বৃষ্টির বাধা

শান্ত-সাদমানের বিদায়ের পর জুটি গড়ার চেষ্টা করছেন মুশফিক-লিটন। ১৪ রানের জুটির পর কলম্বোয় বৃষ্টির বাধায় বন্ধ খেলা। 

শান্ত-সাদমানের বিদায়

কিছুটা স্বস্তি নিয়ে মধ্যাহ্ন বিরতিতে গিয়েছিল বাংলাদেশ। আসার পর আবারও হতাশা। ২ রানের ব্যবধানে বিদায় নিলেন দুই সেট ব্যাটার শান্ত-সাদমান। শান্ত ৮ ও সাদমান ৪৬ রান করেন। বিশ্ব ফার্নান্দোর তোপে শান্ত ফেরার পর তারিন্দুর শিকার হন সাদমান। ক্রিজে দুই নতুন ব্যাটার মুশফিক-লিটন।  

সাদমান-শান্তর প্রতিরোধের পর মধ্যাহ্ন বিরতি 

৫ রানে বিজয়ের উইকেট হারায় বাংলাদেশ। এরপর সাদমান-মুমিনুল এগিয়ে যেতে থাকেন। দুজনের জুটি দিচ্ছিল ভালো কিছুর আভাস। কিন্তু ২১ রানে মুমিনুলের আউটে ভাঙে ৩৮ রানের জুটি। এবার সাদমান-শান্ত জুটি গড়ে প্রথম সেশন কাটিয়ে দেন। দুজনের জুটি থেকে আসে ২৮ রান। সাদমান ৪৩ ও শান্ত ৭ রানে ব্যাট করছেন। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৭১। 

প্রতিরোধের পর সাজঘরে মুমিনুল

শূন্য রানে বিজয়ের সাজঘরে ফেরার পর ক্রিজে আসেন মুমিনুল হক। সাদমানের সঙ্গে প্রতিরোধ গড়ে এগোচ্ছিলেন। থিতু হয়ে খেলছিলেন সাবলীল খেলা, দিচ্ছিলেন বড় রানের আভাস। এরপরই যেন হঠাৎ ছন্দপতন। ধনাঞ্জয়ার বলে ক্যাচ প্র্যাকটিস করে ফেরেন সাজঘরে। তার ব্যাট থেকে আসে ২১ রান। ভাঙে ৩৮ রানের জুটি। ক্রিজে সাদমানের সঙ্গী শান্ত। 

শূন্য রানে জীবন, শূন্য রানেই আউট বিজয়

আসিথা ফার্নান্দোর আগের ওভারে স্লিপে ক্যাচ তুলেছিলেন। ধরতে পারেননি কুশল মেন্ডিস। এর এক ওভার পরেই সেই আসিথার শিকার বিজয়। অস্বস্তিতে থাকা এই ব্যাটার ইনসাইড এজ হয়ে বোল্ড! শূন্য রানে ফেরেন সাজঘরে। এখন পর্যন্ত শ্রীলঙ্কায় তিন ইনিংসে ব্যর্থ ঘরোয়া ক্রিকেটে রানের বন্যা বইয়ে দেওয়া এই ক্রিকেটার। ক্রিজে সাদমানের সঙ্গী মুমিনুল। 

ব্যাটিংয়ে বাংলাদেশ 

কলম্বোয় দ্বিতীয় টেস্টে মুখোমুখি বাংলাদেশ-শ্রীলঙ্কা। টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। গল টেস্টেও টস জিতেছিলেন নাজমুল হোসেন শান্ত। প্রথম টেস্ট ড্র হওয়ায় এই ম্যাচে বাংলাদেশের সামনে সুযোগ ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করা। 

বাংলাদেশ একাদশ

বাংলাদেশ একাদশে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ ও ইবাদত হোসেন। জাকের আলী অনিকের পরিবর্তে একাদশে মিরাজ আর হাসান মাহমুদের পরিবর্তে ইবাদত হোসেন। হাসান ইনজুরিতে ভুগছেন। প্রথম টেস্টে জ্বরের কারণে খেলতে পারেননি জাকের। 

একদাশে যারা, সাদমান ইসলাম, এনামুল হক, মুমিনুল হক, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, নাহিদ রানা ও ইবাদত হোসেন।

দুই বছর পর ইবাদত

২০২৩ সালের জুনে সবশেষ টেস্ট খেলেছিলেন  আফগানিস্তানের বিপক্ষে। একই সিরিজে চোটে পড়েন, এর পর দুই বছর শেষ হয়ে যায় ইবাদতের। মিস করেন বড় বড় সব ইভেন্ট। অবশেষে শ্রীলঙ্কার বিপক্ষে সুযোগ এলো হাসান মাহমুদের ইনজুরিতে। 

শ্রীলঙ্কা একাদশ 

দুই পরিবর্তন নিয়ে নেমেছে শ্রীলঙ্কা। অলরাউন্ডার সোনাল দিনুশার অভিষেক। এ ছাড়া একাদশে ফেরেন বিশ্ব ফার্নান্দো। 

পাতুম নিশাঙ্কা, লাহিরু উদারা, দিনেশ চান্ডিমাল, ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, কুশল মেন্ডিস (উইকেটকিপার), সোনাল দিনুশা, থারিন্দু রত্নায়েকে, প্রবাত জয়াসুরিয়া, বিশ্ব ফার্নান্ডো ও আসিতা ফার্নান্ডো।

ঢাকা/রিয়াদ

সর্বশেষ

পাঠকপ্রিয়