ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

১৬ উইকেটের দিনে অস্ট্রেলিয়ার জয়

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০২, ২৮ জুন ২০২৫   আপডেট: ১০:২৪, ২৮ জুন ২০২৫
১৬ উইকেটের দিনে অস্ট্রেলিয়ার জয়

প্রথম দিন ১৪ উইকেট। দ্বিতীয় দিন ১০ উইকেট। তৃতীয় দিনে সবচেয়ে বেশি, ১৬ উইকেট। অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্টে প্রতিদিনই উইকেটের উৎসব হলো। 

হাতে ৬ উইকেট নিয়ে শুক্রবার ব্রিজটাউনে খেলা শুরু করেছিল অস্ট্রেলিয়া। স্কোরবোর্ডে রান ছিল ৯২। অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা দলকে কতদূর নিয়ে যেতে পারবেন তার ওপর নির্ভর করছিল ম্যাচের গতিপথ। ওয়েস্ট ইন্ডিজের পেসাররাও ছিলেন ভয়ংকর। বিশেষ করে সামার জোসেফ। 

ব্যাট-বলের দারুণ লড়াই হলো। অস্ট্রেলিয়া স্কোরবোর্ডে যোগ করতে পারল ২১৮ রান। সব মিলিয়ে রান ৩১০। সামার জোসেফ পেলেন ৫ উইকেটের স্বাদ। তাতে ওয়েস্ট ইন্ডিজ চতুর্থ ইনিংসে টার্গেট পেল ৩০১ রানের। কিন্তু ওই রান তাড়া করতে নেমে তৃতীয় দিনেই অলআউট তারা। হ্যাজেলউডের ৫ উইকেটে ১৪১ রানে গুটিয়ে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ হারল ১৫৯ রানে।

বোলারদের সাজানো মঞ্চে টানা দুই ইনিংসে ফিফটি তুলে ম্যাচ সেরা হয়েছেন ট্রেভিস হেড। প্রথম ইনিংসের ৫৯ রানের পর দ্বিতীয় ইনিংসে ৬১ রান করেন হেড। অস্ট্রেলিয়ার টপ অর্ডারের কেউই লড়াই করতে পারেননি। মিডল অর্ডারেই এসেছে তিনটি ষাট রানের ইনিংস। হেডের ৬১ রানের পর বেউই ওয়েবস্টার ৬৩ এবং অ্যালেক্স ক্যারি ৬৫ রান করেন। তাতে স্কোরবোর্ডে তিনশর বেশি রান পায় সাবেক টেস্ট চ্যাম্পিয়নশিপ বিজয়ীরা। 

প্রথম ইনিংসে ৪ উইকেট পাওয়া সামার এবার নেন ৫ উইকেট। ৮৭ রানে ৫ উইকেট নিয়ে অস্ট্রেলিয়া শিবিরে কাঁপন ধরান তিনি। ৯ টেস্টে ৩৮ উইকেট পাওয়া ডানহাতি পেসার অস্ট্রেলিয়ার বিপক্ষেই ৩ ম্যাচে ২২ উইকেট পেয়েছেন। ৪টি ফাইফারের ৩টিই অস্ট্রেলিয়ার বিপক্ষে। এছাড়া আলজারি জোসেফ ২ উইকেট পেয়েছেন। 

ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ১০ রানের লিড পেয়েছিল। তাতে এবার তাদের টার্গেট ৩০১। কিন্তু ব্যাটসম্যানদের ব্যর্থতায় ম্যাচটা তৃতীয় দিনের হেরে যেতে হয়েছে তাদেরকে। শুরুর সাত ব্যাটসম্যানদের মধ্যে দুই অঙ্কের ঘর ছুঁয়েছেন কেবল তিন ক্রিকেটার। জন ক্যাম্পেল ২৩, কেসি কার্টি ২০ ও জাস্টিন গ্রেভস ৩৮ রান করেন। শেষ দিকে সামারের ৪৪ রানে পরাজয়ের ব্যবধান কমায় স্বাগতিকরা। 

নিখুঁত লাইন ও লেন্থ মেনে বোলিং করা হ্যাজেলউড ৪৩ রানে নেন ৫ উইকেট। ২ উইকেট পেয়েছেন নাথান লায়ন। 

দারুণ এই জয়ে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্রের যাত্রা শুরু করলো অস্ট্রেলিয়া। ৩ জুলাই দ্বিতীয় টেস্টে মাঠে নামবে দুই দল।

ঢাকা/ইয়াসিন  

সর্বশেষ

পাঠকপ্রিয়