ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টস হেরে ব্যাটিংয়ে ভারত, একাদশে তিন পরিবর্তন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৬, ২ জুলাই ২০২৫  
টস হেরে ব্যাটিংয়ে ভারত, একাদশে তিন পরিবর্তন

লিডস টেস্টের পর আজ বুধবার থেকে বার্মিংহ্যামে শুরু হয়েছে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্ট। টস হেরে এই টেস্টে ব্যাট করতে নেমেছে ভারত। শুভমান গিল জানিয়েছেন, টস জিতলে তিনিও বোলিং নিতেন।

তবে প্রথম টেস্টের একাদশে তিনটি পরিবর্তন এনেছে সফরকারীরা। নিতিশ কুমার রেড্ডি ও ওয়াশিংটন সুন্দর একাদশে এসেছেন। আর জাসপ্রিত বুমরাহর পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন আকাশদীপ। অন্যদিকে ইংল্যান্ড অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে।

আরো পড়ুন:

এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৮ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ভারত ৬৫ রান সংগ্রহ করেছে। যশস্বী জয়সওয়াল ৩৭ ও করুণ নায়ার ২৫ রানে ব্যাট করছেন। দলীয় ১৫ রানের মাথায় ক্রিস ওকসের বলে বোল্ড হয়ে ফিরে গেছেন লোকেশ রাহুল। ২ রানের বেশি করতে পারেননি তিনি।

প্রথম টেস্টের দুই ইনিংসে পাঁচটি সেঞ্চুরিতে ৪৭১ ও ৩৬৪ রান করেও করেও হার মেনেছিল ভারত। এই টেস্টে ঘুরে দাঁড়াতে পারে কিনা দেখার বিষয়।

ইংল্যান্ড একাদশ:
জ্যাক ক্রাউলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটরক্ষক), ক্রিস ওকস, ব্রাইডন কার্স, জশ টাঙ ও শোয়েব বশির।

ভারত একাদশ:
যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, করুণ নায়ার, শুভমান গিল (অধিনায়ক), ঋষভ পন্ত (উইকেটরক্ষক), নীতীশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, আকাশ দীপ, মোহাম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণা।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়