ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গিলের সেঞ্চুরি, জয়সওয়ালের আক্ষেপ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:৩৫, ৩ জুলাই ২০২৫   আপডেট: ০৯:২৫, ৩ জুলাই ২০২৫
গিলের সেঞ্চুরি, জয়সওয়ালের আক্ষেপ

এজবাস্টন টেস্টের প্রথম দিন নিজেদের করে নিয়েছে ভারত। ইংল্যান্ডের আমন্ত্রণে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ৩১০ রান তুলেছে ভারত। সেঞ্চুরি পেয়েছেন অধিনায়ক শুভমান গিল। সেই পথেই ছিলেন ইয়াসভি জয়সওয়াল। কিন্তু ১৩ রানের আক্ষেপে পুড়তে হয় তাকে।  

অধিনায়কত্ব পাওয়ার পর গিলের এটি দ্বিতীয় সেঞ্চুরি। জয়সওয়ালও প্রথম টেস্টে সেঞ্চুরি পেয়েছিলেন। টানা দুই সেঞ্চুরির সুযোগ ছিল তারও। কিন্তু দারুণ ইনিংস খেলার পর একরাশ হতাশা নিয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় তাকে। ১০৭ বলে ১৩ চারে ৮৭ রানের ইনিংসটি খেলেন বাঁহাতি ওপেনার।  

আরো পড়ুন:

গিল ১১৪ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। ২১৬ বলে ১২ চারে সাজিয়েছেন এই ইনিংস। তার সঙ্গে ৪১ রানে অপরাজিত আছেন রবীন্দ্রর জাদেজা। ৬৭ বলে ৫ চার হাঁকিয়েছেন তিনি। দুজনের ষষ্ঠ উইকেট জুটিতে এসেছে ৯৯ রান। 

প্রথম টেস্টে সেঞ্চুরি পাওয়া লোকেশ রাহুল এদিন জ্বলে উঠতে পারেননি। ২৬ বলে ২ রান করে ওকসের বলে বোল্ড হন। তিনে নামা করুণ নায়ার ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি। ৫০ বলে ৩১ রান করে আটকে যান কার্সের বলে স্লিপে ব্রুকের হাতে ক্যাচ দিয়ে। 

এরপর জয়সওয়াল ও গিলের লড়াই শুরু হয়। অনায়েস ব্যাটিংয়ে দুজন এগিয়ে যান। ৬৬ রান যোগ করেন। কিন্তু মধ্যাহ্ন বিরতির পর জয়সওয়াল পথ ভোলেন। স্টোকসের বলে কাট করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন। নীতিশ কুমার রেড্ডি ফেরেন দ্রুত। ৬ বলে ১ রান করে ওকসের বলে বোল্ড হন। 

পরের গল্পটা শুধুই ভারতের। জাদেজা ও গিল ইংল্যান্ডের বোলারদের হতাশ করে পুরো বিকেল নিজেদের করে নেন।

ঢাকা/ইয়াসিন

সর্বশেষ

পাঠকপ্রিয়