ঢাকা     মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫ ||  আষাঢ় ৩১ ১৪৩২

তুর্কমেনিস্তানকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ 

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৪, ৫ জুলাই ২০২৫   আপডেট: ২১:০১, ৫ জুলাই ২০২৫
তুর্কমেনিস্তানকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ 

জয়ের পর বাংলাদেশের মেয়েদের উদযাপন

মিয়ানমারকে হারিয়ে আগেই এশিয়ান কাপের টিকিট পেয়েছিল বাংলাদেশের মেয়েরা। এবার তুর্কমেনিস্তানকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যেন ষোলো কলা পূর্ণ করল লাল সবুজের প্রতিনিধিরা। 

এএফসি নারী এশিয়ান কাপে শনিবার (৫ জুলাই) সন্ধ্যায় তুর্কমেনিস্তানের মুখোমুখি হয় মেয়েরা। ৭-০ গোলের বড় জয়ে হাসিমুখে মাঠ ছাড়ে ঋতুপর্ণার দল।

ম্যাচ শুরুর ২ মিনিট থেকে গোল দেওয়া শুরু করে বাংলাদেশ। প্রথমার্ধের ৪০ মিনিট না যেতেই ৭ গোল পূর্ণ হয়ে যায়। বাকি সময়ে আর কোনো গোল হয়নি। তুর্কমেনিস্তানের মেয়েরা কোনো গোলই শোধ করতে পারেনি।

গোলের শুরু করেন স্বপ্না রানী। এরপর শামসুন্নাহার ৬ ও ১৩ মিনিটে জোড়া গোল করে ব্যবধান বাড়ান। শামসুন্নাহারের জোড়া গোলের উৎসব না কাটতেই ১৬ মিনিটে মনিকা, ১৭ মিনিটে ঋতুপর্ণা ও ২০ মিনিটে তহুরা খাতুন গোল করেন। ৪০ মিনিটে আবার গোল দেন ঋতুপর্ণা। 

ঢাকা/রিয়াদ/সাইফ


সর্বশেষ

পাঠকপ্রিয়