ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

একদিনেই মুল্ডারের ২৬৪, দ. আফ্রিকার ৪৬৫

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৪, ৭ জুলাই ২০২৫   আপডেট: ০৮:১৮, ৭ জুলাই ২০২৫
একদিনেই মুল্ডারের ২৬৪, দ. আফ্রিকার ৪৬৫

বুলাওয়েতে দ্বিতীয় টেস্টের প্রথম দিনটি নিশ্চিতভাবেই ভুলে যেতে চাইবে জিম্বাবুয়ে। কেন চাইবে না? দক্ষিণ আফ্রিকা যা করলো…

ভিয়ান মুল্ডার অধিনায়কত্বের অভিষেকে ২৬৪ রান করলেন। অপরাজিত আছেন। তার ম‌্যারাথন ইনিংসে ভর করে দক্ষিণ আফ্রিকার প্রথম দিনের রান ৪ উইকেটে ৪৬৫। নিজেদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে একদিনের সর্বোচ্চ রানের রেকর্ডকে ছাড়িয়ে গেছেন প্রোটিয়ারা। রান উৎসবের দিনে শেষ সেশনেই তারা তুলেছেন ২২২ রান। সব মিলিয়ে পুরো দিনে তাদের রান রেট ছিল, ৫.২৮।

এ দিন যা করার মুল্ডার একাই করলেন। ২৫৯ বলে ২৬৪ রানের ইনিংসটি খেলেন। ৩৪ চার ও ৩ ছক্কায় বোলারদের স্রেফ এলোমেলো করে দেন। স্ট্রাইক রেট ১০১.৯৩। টেস্ট ক্রিকেটের ১৪৮ বছরের ইতিহাসে অধিনায়কত্বের অভিষেকে ডাবল সেঞ্চুরি এর আগে ছিল দুইটি। আড়াইশ ছিল না একটিও। মুল্ডার নতুন কিছু করে দেখালেন। তার সুযোগ আছে ট্রিপল সেঞ্চুরি তুলে ইতিহাসের অক্ষয় কালিতে নিজের নাম তোলার। পারবেন কী?

দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের মধ্যে প্রথম দিনে ডাবল সেঞ্চুরি আছে আর তিন জনের- হার্শেল গিবস, গ্যারি কার্স্টেন ও গ্রায়েম স্মিথ। চতুর্থ ক্রিকেটার হিসেবে মুল্ডার যোগ দিলেন এলিট ক্লাবে।  

প্রথম দিনে দক্ষিণ আফ্রিকার আগের রেকর্ড ৪৪৫ রান, পাকিস্তানের বিপক্ষে ২০০৩ সালে। গতকাল বুলাওয়েতে প্রোটিয়াদের নতুন দল, প্রতিশ্রুতিশীল ক্রিকেটাররা নিজেদেরকে নিয়ে গিয়েছেন নতুন উচ্চতায়।

যদিও তাদের শুরুটা ভালো ছিল না। ২৪ রানে দুই ওপেনারকে হারায় তারা। মনে হচ্ছিল জিম্বাবুয়ে চাপ তৈরি করবে। কিন্তু মুল্ডার ক্রিজে আসা মাত্রই সব ওলটপালট। প্রতি আক্রমণে গিয়ে রান করলেন। বাজে বল কড়া শাসন করলেন। ৫৩ বলে ফিফটি, ১১৬ বলে সেঞ্চুরি, ১৬৭ বলে দেড়শ, ২১৪ বলে ডাবল সেঞ্চুরি এবং ২৪৩ বলে আড়াইশ রানের মাইলফলক ছাড়িয়ে যান।

প্রথম সেশনে তাদের রান ছিল ২ উইকেটে ১১৩। দ্বিতীয় সেশনে ৩ উইকেটে ২৪৩। আর দিন শেষে ৪ উইকেটে ৪৬৫। মুল্ডার বাদে রান পেয়েছেন ডেভিড বেডিংহ‌্যাম ও ডি প্রিটোরিয়াস। বেডিংহ‌্যাম ১০১ বলে ৭ চারে ৮২ এবং প্রিটোরিয়াস ৮৭ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৭৮ রান করেন। মুল্ডারের সঙ্গে ১৫ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন ডেয়াল্ড ব্রেভিডস (১৫)।

জিম্বাবুয়ের হয়ে সবচেয়ে বেশি হাত ঘুরিয়েছেন ওয়েলিংটন মাসাকাদজা। বাঁহাতি স্পিনার ২৮ ওভারে ১ উইকেটে সর্বোচ্চ ১৫২ রান দিয়েছেন। আজ দ্বিতীয় দিনে তাদের জন‌্য কী অপেক্ষা করছে সেটাই দেখার।

ঢাকা/ইয়াসিন

সর্বশেষ

পাঠকপ্রিয়