ঢাকা     মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আরও এক সেঞ্চুরিতে ব্র্যাডম্যান-গাভাস্কারদের পাশে গিল

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৮, ২৭ জুলাই ২০২৫  
আরও এক সেঞ্চুরিতে ব্র্যাডম্যান-গাভাস্কারদের পাশে গিল

শুভমন গিল ভারতীয় ক্রিকেটের এক তরতাজা আশার নাম। অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির উত্তেজনায় ভরা চতুর্থ টেস্টে আবারও ব্যাট হাতে জ্বলে উঠলেন তিনি। রোববার (২৭ জুলাই) ম্যানচেস্টারে, চতুর্থ টেস্টের পঞ্চম দিনে দুর্দান্ত এক ইনিংসে তুলে নিলেন আরও একটি শতরান। আর সেই সঙ্গে জায়গা করে নিলেন ইতিহাসের পাতায়— স্যার ডন ব্র্যাডম্যান এবং সুনীল গাভাস্কারের মতো কিংবদন্তিদের পাশে।

২২৮ বলের ধৈর্যশীল ইনিংসে ১২টি চারের সাহায্যে শতরানের সেই ‘তিন অঙ্কের জাদুকরী সংখ্যা’ ছুঁয়ে ফেলেন গিল। যেন এক নিখুঁত শিল্পীর তুলিতে আঁকা ছবি—শান্ত, স্থির, অথচ দৃপ্ত।

আরো পড়ুন:

এই শতরান ছিল তার চতুর্থ এই সিরিজে। যার মাধ্যমে অধিনায়ক হিসেবে এক টেস্ট সিরিজে সর্বোচ্চ শতরানের রেকর্ডে ভাগ বসালেন। ইতিহাস বলছে, এর আগে এই কীর্তি গড়েছিলেন কেবল দুই মহারথী; ডন ব্র্যাডম্যান (ভারতের বিপক্ষে, অস্ট্রেলিয়ায়) এবং সুনীল গাভাস্কার (ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ভারতে)। এখন তাদের কাতারেই নাম লিখিয়ে নিলেন শুভমন গিল।

উল্লেখ্য, এটাই তার অধিনায়ক হিসেবে প্রথম সিরিজ। প্রথম দায়িত্বেই গৌরবময় এক অধ্যায়ে নাম লেখা, তাও ব্র্যাডম্যান-গাভাস্কারদের পাশে; এটা কেবল একজন প্রতিভাবান ব্যাটসম্যান নয়, এক সম্ভাবনাময় নেতার উত্থানও।

অধিনায়ক হিসেবে এক টেস্ট সিরিজে সর্বোচ্চ শতরানের রেকর্ড:
১. শুভমন গিল*– ৪টি (ইংল্যান্ডের বিপক্ষে, ইংল্যান্ডে),
২. ডন ব্র্যাডম্যান– ৪টি (ভারতের বিপক্ষে, অস্ট্রেলিয়ায়),
৩. সুনীল গাভাস্কার– ৪টি (ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ভারতে)। 

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়