ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জুলাই স্মৃতি ক্যারম টুর্নামেন্টে রবিন ও আফসানা চ্যাম্পিয়ন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৯, ৩ আগস্ট ২০২৫  
জুলাই স্মৃতি ক্যারম টুর্নামেন্টে রবিন ও আফসানা চ্যাম্পিয়ন

বাংলাদেশ ক্যারম ফেডারেশনের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী ‘জুলাই স্মৃতি ক্যারম টুর্নামেন্ট ২০২৫’ সফলভাবে সম্পন্ন হয়েছে। জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামের ২৬৬ নম্বর কক্ষে। যেখানে দেশের বিভিন্ন স্থান থেকে আগত ৮০ জনের অধিক খেলোয়াড় অংশগ্রহণ করেন।

৩১ জুলাই শুরু হওয়া এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয় ২ আগস্ট। যার মধ্য দিয়ে শেষ হয় ‘তারুণ্যের উৎসব ও জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫’ উদযাপন।

পুরুষ (একক) বিভাগে মো. আলী রবিন চ্যাম্পিয়ন হন এবং রানার-আপ হন মো. হেমায়েত মোল্লা। তৃতীয় স্থান অর্জন করেন মো. সালাহ উদ্দিন কাইজার। অন্যদিকে, মহিলা (একক) বিভাগে চ্যাম্পিয়ন হন আফসানা নাসরিন। রানার-আপ ফারজানা বানু শিল্পী এবং তৃতীয় স্থান অর্জন করেন শামসুন্নাহার মাকসুদা।

উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্যারম ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ সরকারের যুগ্মসচিব এ.এফ.এম. এহতেশামুল হক (তুহিন)। বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু তৈয়ব মো. হাসান। সভাপতিত্ব করেন টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক মো. হাফিজুর রহমান। এ ছাড়া ফেডারেশনের সহ-সভাপতি কে.জি. হুমায়ুন কবির, নাজমুল হাসান সুমন, যুগ্ম সম্পাদক মঞ্জুরুল হাসান মামুন, কোষাধ্যক্ষ আজহারুল ইসলাম কনক, কার্যনির্বাহী সদস্যবৃন্দ এসএম শাহজাহান চৌধুরী, মো. জাফরুল আহসান বাবুল, মো. মাহফুজুর রহমান সরকার এবং জেডএম গোলাম মুতাকাব্বের জাহাঙ্গীর চেঙ্গিসসহ অন্যান্য কর্মকর্তা, আম্পায়ার, সাংবাদিক ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন টুর্নামেন্ট কমিটির সদস্য-সচিব মো. ফেরদৌস আখতার।

প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে প্রদান করা হয় আকর্ষণীয় পুরস্কার:
চ্যাম্পিয়নদের জন্য ট্রফি, সার্টিফিকেট ও ১০ হাজার টাকার প্রাইজবন্ড।
রানার-আপদের জন্য ট্রফি, সার্টিফিকেট ও ৭ হাজার  টাকার প্রাইজবন্ড।
তৃতীয় স্থান অর্জনকারীদের জন্য সার্টিফিকেট ও ৫ হাজার টাকার প্রাইজবন্ড।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে অংশগ্রহণকারী খেলোয়াড়দের আন্তরিক অভিনন্দন জানান এবং সফল টুর্নামেন্ট আয়োজনের জন্য আয়োজক কমিটি, কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, “আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণের জন্য আমাদের মানসম্পন্ন প্রস্তুতি দরকার। আগামী ডিসেম্বরে মালদ্বীপে অনুষ্ঠেয় ‘ক্যারম ওয়ার্ল্ড কাপ’-এর জন্য খেলোয়াড়, কর্মকর্তা ও আম্পায়ারদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।” এছাড়াও তিনি শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান।

টুর্নামেন্ট চলাকালে অংশগ্রহণকারী খেলোয়াড়দের জন্য ফেডারেশন থেকে দুপুর ও রাতের খাবার এবং ঢাকার বাইরে থেকে আসা খেলোয়াড়দের থাকার ব্যবস্থা করা হয়। নতুন ও অভিজ্ঞ খেলোয়াড়দের মিলিত অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতা নিয়ে সবাই সন্তোষ প্রকাশ করেন এবং নবগঠিত ফেডারেশন কমিটির নেতৃত্বে খেলাধুলার অগ্রগতির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। 

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়