অবশেষে সংশয়ই সত্যি হলো, মাঠের বাইরে মেসি
কয়েকদিন ধরেই লিওনেল মেসির শারীরিক অবস্থা ঘিরে দুশ্চিন্তার মেঘ জমছিল মায়ামির আকাশে। অবশেষে সেই শঙ্কাই সত্যি হলো। ইনজুরির কারণে ইন্টার মায়ামির পরবর্তী গুরুত্বপূর্ণ ম্যাচে দেখা যাবে না আর্জেন্টাইন মহাতারকাকে।
আগামীকাল শুক্রবার ভোরে লিগস কাপের ম্যাচে মুখোমুখি হচ্ছে ইন্টার মায়ামি ও পুমাস উনাম। ম্যাচটি অনুষ্ঠিত হবে মায়ামির হোম গ্রাউন্ড চেজ স্টেডিয়ামে। তবে ম্যাচ শুরুর আগেই হতাশার খবর দিয়েছে ক্লাবটি। মেসির পেশির চোট এখনো সেরে না ওঠায় তাকে রাখা হয়নি দলের স্কোয়াডে। বিষয়টি নিশ্চিত করেছেন ইন্টার মায়ামির প্রধান কোচ হাভিয়ের মাশচেরানো।
মাশচেরানো বলেন, ‘‘মেসি আগামীকালের ম্যাচে খেলবে না, এটা নিশ্চিত। তবে আমরা এখনো তার পুনর্বাসন প্রক্রিয়ার দিকে নজর রাখছি। মেডিকেল টিম যা পরামর্শ দিচ্ছে, তার ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’’
মেসি কবে ফিরতে পারবেন সে প্রশ্নে ধোঁয়াশাই রয়ে গেছে। কোচ জানিয়েছেন, যদিও এটি গুরুতর চোট নয়। তারপরও সেরে উঠতে কত সময় লাগবে। তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। “মেসি সাধারণত দ্রুত ফিরে আসে। তার সঙ্গে কথা হয়েছে, সে আত্মবিশ্বাসী। আমরা চাই, সে পুরোপুরি ফিট হয়ে ফিরুক,” যোগ করেন মাশচেরানো।
লিগস কাপের ম্যাচে নেকাক্সার বিপক্ষে মাঠে নেমেছিল ইন্টার মায়ামি। ম্যাচের শুরুতেই প্রতিপক্ষের রক্ষণ ভাঙার মিশনে ছিলেন মেসি। মাত্র ৭ মিনিটেই ড্রিবলিং করে ঢুকে পড়েন প্রতিপক্ষের বক্সে। কিন্তু সেখানে বাধা হয়ে দাঁড়ান নেকাক্সার দুই ডিফেন্ডার—রাউল সানচেজ ও আলেক্সিস পেনা। তাদের ট্যাকলে মাটিতে পড়ে যান মেসি। উঠে দাঁড়িয়ে খেলা চালিয়ে যাওয়ার চেষ্টাও করেছিলেন, কিন্তু পারেননি। মাত্র ১১ মিনিটেই তাকে মাঠ ছাড়তে হয়।
মেসির অল্প সময়ের উপস্থিতিতেই ম্যাচটি রোমাঞ্চকর হয়ে উঠেছিল। নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচটি শেষ হয় ২-২ সমতায়। এরপর ট্রাইব্রেকারে ৫-৪ গোলে জয় তুলে নেয় মায়ামি। ফলে নিয়ম অনুযায়ী তারা পায় ২ পয়েন্ট। এর আগের ম্যাচে তারা অ্যাটলাসকে হারিয়েছিল ২-১ গোলে। সব মিলিয়ে লিগস কাপে ২ ম্যাচ থেকে এখন পর্যন্ত ইন্টার মায়ামির সংগ্রহ ৫ পয়েন্ট।
ইন্টার মায়ামি ভক্তদের জন্য এটি দুঃসংবাদ বটে। তবে আশার কথা হলো— মেসির চোট গুরুতর নয় এবং ক্লাবের আশা তিনি দ্রুতই ফিরে আসবেন মাঠে।
ঢাকা/আমিনুল