ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ওপেনিংয়ে তারকার ভিড়, এশিয়া কাপ দল নিয়ে ধন্দে ভারত

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪২, ১২ আগস্ট ২০২৫  
ওপেনিংয়ে তারকার ভিড়, এশিয়া কাপ দল নিয়ে ধন্দে ভারত

এশিয়া কাপের আগে বাংলাদেশের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলার কথা থাকলেও সেটি পিছিয়ে গেছে আগামী বছরে। ফলে টুর্নামেন্টের আগে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ পাচ্ছে না ভারত। কিন্তু ম্যাচ না খেলেও নির্বাচকদের মাথাব্যথা কম নয়। বিশেষ করে ওপেনিং পজিশন নিয়ে চলছে ‘মধুর সমস্যা’।

শুভমান গিল ইংল্যান্ডে টেস্ট সিরিজে দারুণ নেতৃত্ব দিয়ে ফিরেছেন। তবে প্রায় এক বছর ধরে টি–টোয়েন্টি দলে নেই। এবারও তার সুযোগ পাওয়া অনিশ্চিত। একই অবস্থা আইপিএলে ঝলক দেখানো যশস্বী জয়সওয়াল ও লোকেশ রাহুলের ক্ষেত্রেও। অজিত আগারকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি ২০ আগস্টের মধ্যে চূড়ান্ত দল ঘোষণা করবে। তবে তার আগে খেলোয়াড়দের ফিটনেস রিপোর্ট হাতে আসা জরুরি।

আরো পড়ুন:

গত এক বছরে অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসনের ওপর ভরসা করেছে ভারত। অভিষেক বর্তমানে বিশ্বের এক নম্বর টি–টোয়েন্টি ব্যাটার, আর স্যামসন গত বছর ব্যাট ও গ্লাভস দুদিকেই উজ্জ্বল ছিলেন। বিসিসিআইয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, “টপ অর্ডারে এত পারফরমার থাকায় কাকে বাদ দেওয়া হবে, সেটাই এখন সবচেয়ে কঠিন সিদ্ধান্ত।”

সহ–অধিনায়ক নিয়েও রয়েছে অনিশ্চয়তা। অক্ষর প্যাটেল ও জাসপ্রিত বুমরাহ এগিয়ে আছেন সেই দৌড়ে। যেহেতু ভারতের সব ম্যাচ দুবাইয়ে। তাই স্পিনারদের প্রাধান্য বেশি হতে পারে। অক্ষরের সঙ্গে দেখা যেতে পারে বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব ও ওয়াশিংটন সুন্দরকে। পেস আক্রমণে বুমরাহর সঙ্গী হতে পারেন অর্শদ্বীপ সিং, হরশিত রানা বা প্রসিদ্ধ কৃষ্ণা। অধিনায়কত্বের দায়িত্ব থাকবে সূর্যকুমার যাদবের কাঁধে।

১০ সেপ্টেম্বর আরব আমিরাতের বিপক্ষে এশিয়া কাপ অভিযান শুরু করবে ভারত। ১৪ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে মহারণ। এরপর ১৯ সেপ্টেম্বর ওমানের মুখোমুখি হবে তারা।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়