ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চোট কাটিয়ে ফেরার পথে মেসি, মায়ামি ভক্তদের আশার আলো

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৯, ১৪ আগস্ট ২০২৫  
চোট কাটিয়ে ফেরার পথে মেসি, মায়ামি ভক্তদের আশার আলো

ইন্টার মায়ামির ফরোয়ার্ড লিওনেল মেসির জন্য সময়টা মোটেও ভালো যাচ্ছে না। চোটের কারণে টানা দুই ম্যাচে মাঠের বাইরে থাকতে হয়েছে আর্জেন্টাইন এই মহাতারকাকে। তবে এবার ভক্তদের জন্য সুখবর। অনুশীলনে ফিরেছেন তিনি। আর সেটাই তার দ্রুত মাঠে ফেরার ইঙ্গিত দিচ্ছে।

সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, রদ্রিগো দি পলসহ সতীর্থদের সঙ্গে অনুশীলন করছেন মেসি। পুরো মাঠজুড়ে সাবলীল দৌড় আর বলের নিয়ন্ত্রণ দেখে মনে হচ্ছে, খুব বেশি দেরি নেই তার প্রত্যাবর্তনের।

আরো পড়ুন:

ইন্টার মায়ামির পরবর্তী ম্যাচ রোববার (১৭ আগস্ট) এলএ গ্যালাক্সির বিপক্ষে, চেজ স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায়। এরপর দলটির সামনে ব্যস্ত সূচি। ২১ আগস্ট লিগস কাপের কোয়ার্টার ফাইনালে টাইগার্স ইউএএনএলের মুখোমুখি হবে তারা। আর ২৪ আগস্ট এমএলএসে খেলবে ডিসি ইউনাইটেডের বিপক্ষে। টাইগার্সের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে রেখেই মেসি শতভাগ ফিট হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

মেসি সর্বশেষ মাঠে নেমেছিলেন ৩ আগস্ট, নেকাক্সার বিপক্ষে লিগস কাপ ম্যাচে। শুরুতেই দুর্দান্ত এক আক্রমণে যাওয়া সত্ত্বেও প্রতিপক্ষের ট্যাকলে চোট পান তিনি এবং মাত্র ১১ মিনিটেই মাঠ ছাড়তে হয়। এরপর পুমাস উনাম ও অরলান্ডো সিটির বিপক্ষে খেলতে পারেননি। মেসিকে ছাড়া ওই দুই ম্যাচে মায়ামি একটিতে জয় ও একটিতে হেরেছে।

বর্তমানে ২৩ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের ছয় নম্বরে রয়েছে ইন্টার মায়ামি। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার পয়েন্ট ৫১। আর মাঝের দলগুলোর ব্যবধানও খুব বেশি নয়। তাই আসন্ন ম্যাচগুলোতে মেসির প্রত্যাবর্তন দলকে পয়েন্ট তালিকায় আরও ওপরে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়