ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মেসি-রোনালদোকেও ছাড়িয়ে গেলেন সন, গড়লেন নতুন রেকর্ড

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৫, ১৫ আগস্ট ২০২৫   আপডেট: ২০:৫০, ১৫ আগস্ট ২০২৫
মেসি-রোনালদোকেও ছাড়িয়ে গেলেন সন, গড়লেন নতুন রেকর্ড

মেজর লিগ সকারে পা রাখতেই যেন সারা বিশ্ব মাতিয়ে তুলেছেন দক্ষিণ কোরিয়ার তারকা সন হিউং-মিন। লস এঞ্জেলেস এফসির নতুন সদস্য হওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই তিনি ভেঙে ফেলেছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর মতো কিংবদন্তিদের রেকর্ড।

ক্লাবের সহ-সভাপতি ও জেনারেল ম্যানেজার জন থরিংটনের ভাষায়, সনের নাম্বার ৭ জার্সি এখন শুধু এমএলএস নয়, পুরো বিশ্বের সব খেলোয়াড়ের মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হওয়া জার্সি। এমনকি লেব্রন জেমস বা স্টিফেন ক্যারির মতো বিশ্বখ্যাত বাস্কেটবল তারকারাও তার এই বিক্রির স্রোতের পেছনে পড়ে গেছেন।

আরো পড়ুন:

গত ৭ আগস্ট টটেনহাম হটস্পার থেকে ১৯.৫ মিলিয়ন পাউন্ডে সন লস এঞ্জেলেসে পা রাখেন। যা এমএলএস ইতিহাসের সবচেয়ে বড় ট্রান্সফার ফি। এরপর থেকে স্টেডিয়াম ভর্তি দর্শক, উচ্ছ্বসিত সমর্থক আর টিকিট বিক্রির হুড়োহুড়ি যেন থামছেই না।

ক্লাবের অফিসিয়াল স্টোরে সনের ৭ নম্বর জার্সির দাম ধরা হয়েছে ১৯৫ ডলার। বিক্রির হার এতটাই বেশি যে ডেলিভারিতেও দেখা দিয়েছে বিলম্ব। মাঠে পা রাখার আগেই সমর্থকদের হৃদয় জিতে নেওয়ার এই সাফল্য সনের ক্যারিয়ারে যেন নতুন এক অধ্যায় রচনা করল।

এ পর্যন্ত ঠিক কতো লাখ বিক্রি হয়েছে সেটা নির্দিষ্ট করে না জানালেও কেউ কেউ ধারণা করছেন এক সপ্তাহেই সংখ্যাটা ৫ লক্ষাধিক। যেখানে মেসি ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর প্রথম মাসে ৫ লাখ জার্সি বিক্রি হয়েছিল।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়