ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এশিয়া কাপে ভারতের শক্তিশালী দল ঘোষণা, ফিরলেন বুমরাহ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৩, ১৯ আগস্ট ২০২৫  
এশিয়া কাপে ভারতের শক্তিশালী দল ঘোষণা, ফিরলেন বুমরাহ

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য আসন্ন এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। দলটির অধিনায়কত্ব করবেন টি–টোয়েন্টি স্পেশালিস্ট সূর্যকুমার যাদব। লক্ষ্য একটাই, রেকর্ড নবমবারের মতো শিরোপা জয়।

সবচেয়ে বড় খবর হলো জসপ্রিত বুমরাহর প্রত্যাবর্তন। গত বছরের টি–টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে সাদা বলের ক্রিকেটে দেখা যায়নি তাকে। টেস্টে নিয়মিত খেললেও সীমিত ওভারের ক্রিকেট থেকে বিশ্রামে ছিলেন এবং চোটের কারণে মিস করেছেন আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিও। এবার তিনি ফিরছেন পুরো ফিটনেস নিয়েই।

আরো পড়ুন:

দলে এসেছে বেশ কিছু পরিবর্তন। তরুণ ব্যাটসম্যান অভিষেক শর্মা, তিলক ভার্মা ও রিংকু সিং—এই ত্রয়ী গত এক বছরে দারুণ ফর্মে থাকায় নির্বাচকদের আস্থা পেয়েছেন। তাদের পাশে থাকছেন অভিজ্ঞ সূর্যকুমার যাদব এবং প্রায় দেড় বছর পর দলে ফিরছেন শুভমন গিল। যিনি শেষবার ভারতের হয়ে খেলেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে।

উইকেটকিপার হিসেবে প্রথম পছন্দ সঞ্জু স্যামসন। অভিষেক শর্মার সঙ্গে তার গত এক বছরের জুটি ব্যাটিং অর্ডারে নতুন মাত্রা যোগ করেছে। ব্যাকআপ হিসেবে থাকছেন জিতেশ শর্মা। প্রায় এক বছরের বেশি সময় পর এই দুইজনই ফিরলেন জাতীয় দলে।

হার্দিক পান্ডিয়া ও অক্ষর প্যাটেল থাকছেন দলের প্রধান দুই অলরাউন্ডার হিসেবে। দু’জনই ভারতের বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফি জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। এদের সঙ্গে থাকবেন শিভম দুবে, যিনি ব্যাট–বল দুই বিভাগেই বাড়তি সুবিধা দিতে পারেন।

পেস আক্রমণে বুমরাহর সঙ্গে থাকবেন ২০২৪ সালের আইসিসি বর্ষসেরা টি–টোয়েন্টি ক্রিকেটার আর্শদীপ সিং ও নতুন মুখ হর্ষিত রানা। স্পিন বিভাগের ভরসাস্থলে থাকছেন বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব। সংযুক্ত আরব আমিরাতের কন্ডিশনে বরুণ চক্রবর্তীর সাফল্য আগেই নজর কেড়েছে। কুলদীপও ফিরছেন ২০২৪ বিশ্বকাপ ফাইনালের পর প্রথমবারের মতো।

ভারতের এশিয়া কাপ সূচি:
টুর্নামেন্ট শুরু হবে আগামী ৯ সেপ্টেম্বর। ১০ সেপ্টেম্বর স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে ভারত। এরপর ১৪ সেপ্টেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও ১৯ সেপ্টেম্বর ওমানের বিপক্ষে লড়বে তারা।

সুপার ফোর ম্যাচগুলো হবে ২০–২৬ সেপ্টেম্বর আবুধাবি ও দুবাইয়ে। আর ফাইনাল ম্যাচ বসবে ২৮ সেপ্টেম্বর, দুবাইয়ে।

ভারতের এশিয়া কাপ স্কোয়াড:
সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমন গিল, অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিভম দুবে, জিতেশ শর্মা, অক্ষর প্যাটেল, জসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী, আর্শদীপ সিং, কুলদীপ যাদব, সঞ্জু স্যামসন, হর্ষিত রানা ও রিংকু সিং।

রিজার্ভ: প্রসিদ্ধ কৃষ্ণা, ওয়াশিংটন সুন্দর, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল ও যশস্বী জয়সওয়াল। 

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়