ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাংলাদেশ সফরে নেদারল্যান্ডস দল ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৭, ২০ আগস্ট ২০২৫   আপডেট: ১৯:১৬, ২০ আগস্ট ২০২৫
বাংলাদেশ সফরে নেদারল্যান্ডস দল ঘোষণা

২৭ আগস্ট প্রথমবারের মতো দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে নেদারল‌্যান্ডস জাতীয় ক্রিকেট দল। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশে ছয় ম‌্যাচ খেললেও স্বাগতিকদের বিপক্ষে খেলা হয়নি ডাচদের।

সিলেটে দুই দল এবার তিনটি টি-টোয়েন্টি ম‌্যাচ খেলবে। এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে ডাচদের বাংলাদেশে খেলতে আমন্ত্রণ জানিয়েছে বিসিবি। ডাচদের জন‌্য এবারের সফর নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে নিশ্চিতভাবেই। এজন‌্য শক্তিশালী দল নিয়েই আসছেন তারা।

আরো পড়ুন:

তিন টি-টোয়েন্টির জন‌্য বুধবার দুপুরে ১৫ সদস‌্যের দল ঘোষণা করেছে নেদারল‌্যান্ডস। যেখানে বাংলাদেশের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে খেলার অভিজ্ঞতা নেই কারো। তবে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে খেলা একাধিক ক্রিকেটার রয়েছেন এই দলে। দুয়েকজনের বিপিএলে খেলার অভিজ্ঞতা রয়েছে। 

দলটির কোচ হিসেবে বাংলাদেশে আসছেন জাতীয় দলের সাবেক ফিল্ডিং কোচ রায়ান কুক। এখানকার কন্ডিশন সম্পর্কে তার বেশ ভালো জানা।

নেদারল‌্যান্ডস স্কোয়াড: 
ম‌্যাক্সওয়েল ও’ ডউড, বিক্রমজিত সিং, অনিল নিডামানুরু, স্কট এডওয়ার্ডস, নোয়া কোরেস, সাকিব জুলফিকার, রায়ান কেলিন, কাইল কেলিন, আরিয়ান দত্ত, পল ভান ম‌্যাকিরেন, সারিজ আহমেদ, বেন ফ্লেচার, ড‌্যানিয়েল ডোরাম, টিম প্রিঙ্গেল ও ফ্রেড ক্লাসেন।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়