ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

উইকেট শিকারে নতুন কীর্তি গড়লেন আমির

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৮, ২২ আগস্ট ২০২৫   আপডেট: ১৩:০৭, ২২ আগস্ট ২০২৫
উইকেট শিকারে নতুন কীর্তি গড়লেন আমির

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও এখনও মাঠে তার ঝলক অম্লান। পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির এবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) বোলিংয়ে দেখালেন নতুন অধ্যায়।

ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে খেলা আমির বৃহস্পতিবার (২১ আগস্ট) অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের বিপক্ষে বল হাতে নামেন। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে ফাবিয়ান অ্যালেনকে আউট করেই তিনি স্পর্শ করলেন অনন্য মাইলফলক। টি-টোয়েন্টি ক্রিকেটে ৪০০ উইকেট শিকারের কীর্তি গড়লেন। এর মাধ্যমে তিনি বিশ্বের মাত্র নবম বোলার হিসেবে এই কীর্তি গড়লেন।

আরো পড়ুন:

আমিরের আগে পাকিস্তানের হয়ে একমাত্র ওয়াহাব রিয়াজ জায়গা করে নিয়েছিলেন এই ক্লাবে। ওয়াহাব ৩৪৮ ম্যাচে ৪১৩ উইকেট নিয়ে এখনও শীর্ষে আছেন পাকিস্তানি বোলারদের মধ্যে। এবার তার ঠিক পরেই নাম লেখালেন আমির।

টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বাধিক উইকেট শিকার করেছেন আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান। ৪৮৬ ম্যাচে তার শিকার ৬৫৮ উইকেট। অন্যদিকে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান ৪৯৯ উইকেট নিয়ে আছেন তালিকার পঞ্চম স্থানে।

বাংলাদেশের আরেক প্রতিনিধি মোস্তাফিজুর রহমানও দ্রুত এগিয়ে চলেছেন ৪০০ উইকেটের পথে। ইতিমধ্যেই তিনি ৩৬২ উইকেট সংগ্রহ করে আছেন বিশ্বসেরাদের তালিকায় ১৮তম স্থানে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়