ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ওপেনিং জুটিতে ‘হেড ও মার্শ’ ভেঙে দিলেন ২২ বছরের পুরোনো রেকর্ড

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৩, ২৪ আগস্ট ২০২৫   আপডেট: ১৪:৩৭, ২৪ আগস্ট ২০২৫
ওপেনিং জুটিতে ‘হেড ও মার্শ’ ভেঙে দিলেন ২২ বছরের পুরোনো রেকর্ড

দীর্ঘ ২২ বছর ধরে অক্ষত থাকা রেকর্ড ভেঙে দিলেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার ট্রাভিস হেড ও মিচেল মার্শ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ উদ্বোধনী জুটির নতুন ইতিহাস গড়েছেন তারা।

আজ রোববার (২৪ আগস্ট) ম্যাকেতে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ওয়ানডেতে এ রেকর্ড গড়েন হেড-মার্শ জুটি। ম্যাচে তারা গড়েন অবিচ্ছিন্ন ২৫০ রানের পার্টনারশিপ। যা প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডেতে এখন পর্যন্ত সর্বোচ্চ।

আরো পড়ুন:

এর আগে ২০০৩ সালে লন্ডনের ওভালে ভিক্রম সোলাঙ্কি ও মার্কাস ট্রেসকোথিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০০ রানের উদ্বোধনী জুটি গড়েছিলেন। হেড-মার্শের ব্যাটে সেই রেকর্ডকেই ছাড়িয়ে যায় অস্ট্রেলিয়া।

ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বোচ্চ রানের উদ্বোধনী জুটি:
২৫০ : ট্রাভিস হেড–মিচেল মার্শ, ম্যাকে, ২০২৫।
২০০ : ভিক্রম সোলাঙ্কি–মার্কাস ট্রেসকোথিক, দ্য ওভাল, ২০০৩।
১৯৩ : সৌরভ গাঙ্গুলি–শচীন টেন্ডুলকার, জোহানেসবার্গ, ২০০১।
১৯৩ : শিভনারায়ণ চন্দরপল–ক্রিস গেইল, জোহানেসবার্গ, ২০০৪।
১৭০ : অ্যাডাম গিলক্রিস্ট–ম্যাথু হেইডেন, ডারবান, ২০০২।

এই রেকর্ড অস্ট্রেলিয়ার ঘরের মাঠে ওপেনারদের মাত্র চতুর্থবারের মতো দুইশ রানের ওপরে উদ্বোধনী জুটি। হেড নিজেই এর আগে আরও দুইবার এই কৃতিত্বের অংশ ছিলেন—২০১৭ ও ২০২২ সালে, তখন তার সঙ্গী ছিলেন ডেভিড ওয়ার্নার।

এই ম্যাচে হেড মাত্র ৮০ বলে তুলে নেন তার সপ্তম ওয়ানডে সেঞ্চুরি। শেষ পর্যন্ত ১০৩ বলে ১৭টি চার ও ৫ ছক্কায় ১৪২ রানের ইনিংস খেলে আউট হন তিনি।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়