ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এমবাপ্পের জোড়া গোলে রিয়ালের সহজ জয়

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫০, ২৫ আগস্ট ২০২৫   আপডেট: ১৪:০৫, ২৫ আগস্ট ২০২৫
এমবাপ্পের জোড়া গোলে রিয়ালের সহজ জয়

লা লিগায় ওভিয়েদোর বিপক্ষে ম্যাচে একাদশ সাজিয়ে চমক দেন রিয়াল মাদ্রিদের কোচ জাবি আলোনসো। শুরুর তালিকায় জায়গা হয়নি ভিনিসিয়ুস জুনিয়রের। তবে বেঞ্চ থেকে মাঠে নেমেই নিজের উপস্থিতি জানান দেন তিনি। নিজে গোল করলেন, করলেন এমবাপ্পেকেও অ্যাসিস্ট। তাদের দুজনের দাপটেই ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মাদ্রিদ।

ম্যাচের শুরুটা ছিল এমবাপ্পের। ৩৭ মিনিটে তার গোলেই এগিয়ে যায় দল। দ্বিতীয়ার্ধে রদ্রিগোর পরিবর্তে ৬৩ মিনিটে মাঠে নামেন ভিনি। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নামার পর খেলায় গতি ফেরে। ৮৩ মিনিটে তার পাস থেকে এমবাপ্পে করেন নিজের দ্বিতীয় গোল। আর যোগ হওয়া সময়ে ভিনিসিয়ুস নিজেই বল জালে জড়িয়ে দেন, নিশ্চিত করেন মাদ্রিদের বড় জয়।

আরো পড়ুন:

তবে গোল-অ্যাসিস্টের বাইরে ভিনির আচরণও আলোচনায় আসে। অ্যাসিস্ট করার পর রেফারির সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা যায় তাকে। সতীর্থ এমবাপ্পে এগিয়ে এসে মুখ ঢেকে শান্ত করার চেষ্টা করেন। পরে গোল করার পর প্রতিপক্ষ সমর্থকদের সামনেই উদযাপন করেন ভিনি।

আলোনসো ম্যাচ শেষে বলেন, ‘‘ভিনি নামার পর খেলাটা পাল্টে গেছে। দুটো গোলেই সে মূল ভূমিকা রেখেছে। আসলে মৌসুমে অনেক ম্যাচ বাকি, তাই সবাইকেই প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে হবে। কখনও শুরুর একাদশে, কখনও বেঞ্চ থেকে নেমেও খেলোয়াড়রা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আজ ভিনি তার প্রমাণ দিয়েছে।’’

ভিনির জায়গায় শুরুর একাদশে ছিলেন রদ্রিগো। যার ভবিষ্যৎ নিয়ে গ্রীষ্মকালেই ছিল নানা গুঞ্জন। শোনা যাচ্ছে, বাঁ দিকের উইংয়ে খেলার ইচ্ছার কথাও নাকি জানিয়ে দিয়েছেন তিনি।

গত মৌসুমে কার্লো আনচেলত্তির অধীনে বড় কোনো ট্রফি জিততে না পারলেও নতুন কোচ জাবি আলোনসোর অধীনে ঘুরে দাঁড়াতে মরিয়া রিয়াল মাদ্রিদ। মৌসুমের প্রথম দুই ম্যাচে দুই জয় নিয়ে তারা ইতিমধ্যেই ৬ পয়েন্ট সংগ্রহ করেছে।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়