ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ডাচরা সিলেটে, যোগ দিয়েছেন সোহান-সাইফ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৪, ২৭ আগস্ট ২০২৫   আপডেট: ১৯:৫২, ২৭ আগস্ট ২০২৫
ডাচরা সিলেটে, যোগ দিয়েছেন সোহান-সাইফ

প্রথমবারের মতো বাংলাদেশের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে আজ বুধবার (২৭ আগস্ট) বাংলাদেশে এসেছে নেদারল‌্যান্ডস জাতীয় ক্রিকেট দল। সকালে ঢাকায় পা রেখে ঘণ্টা খানেক বিশ্রাম শেষে আবার সিলেটে উড়াল দেন তারা। দুপুরেই পৌঁছে  দুটি পাতার একটি কুঁড়ির দেশ সিলেটে। তিন ম‌্যাচের টি-টোয়েন্টি সিরিজের সবকটি ম‌্যাচ হবে সিলেটে। আজ পুরোদিন তারা বিশ্রামে ছিলেন। আগামীকাল দুপুরে তারা নামবেন অনুশীলনে।

এদিকে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন কাজী নুরুল হাসান সোহান ও সাইফ হাসান। সোহান ও সাইফ অস্ট্রেলিয়ায় বাংলাদেশ ‘এ’ দলের হয়ে সফরে গিয়েছিলেন। সেখানে টপ অ‌্যান্ড টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন তারা। দলের ব‌্যর্থতার সঙ্গী হয়েছিলেন তারাও। খুব একটা আলো ছড়াতে পারেননি কেউ। তবুও তাদেরকে দলে ফেরত আনিয়েছে। গতকাল ঢাকা ফিরে আজ দলের সঙ্গে যোগ দেন দুজন। শুধু নেদারল‌্যান্ডসের বিপক্ষে তিন ম‌্যাচের টি-টোয়েন্টি সিরিজ নয়, এশিয়া কাপও খেলবেন তারা।

আরো পড়ুন:

নেদারল্যান্ডস ক্রিকেট দল এর আগে দুইবার বাংলাদেশ সফর করেছে। ২০১১ ওয়ানডে বিশ্বকাপ এবং ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে। ২০১১ বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে খেললেও ২০১৪ সালে সাত ম‌্যাচ খেললেও বাংলাদেশকে পায়নি তারা। দুই দল এখন পর্যন্ত পাঁচবার মুখোমুখি হয়েছে টি-টোয়েন্টিতে। চারটিতেই বাংলাদেশের জয়। ২০১২ সালে ডাচরা নিজেদের মাটিতে বাংলাদেশকে হারিয়েছিল। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে দুই দল সবশেষ মুখোমুখি হয়েছিল ওয়ানডে ফরম‌্যাটে। যে ম‌্যাচে বাংলাদেশ করুণ পরাজয়কে সঙ্গী করেছিল।

হুট করেই এই সিরিজ আয়োজন করছে বিসিবি। ভারতের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা বাংলাদেশের। কিন্তু নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন থাকায় ভারত আগামী বছর পর্যন্ত সফর পিছিয়েছে। এশিয়া কাপের আগে তাই স্লট ফাঁকা হয়ে যায়। বিসিবি নেদারল‌্যান্ডসকে বাংলাদেশে খেলার আমন্ত্রণ জানালে তারাও সুযোগটি লুফে নেয়।  ডাচদের জন্য এবারের সফর নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে নিশ্চিতভাবেই।

৩০ আগস্ট প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। পরের দুটি ম্যাচ হবে ১ ও ৩ সেপ্টেম্বর। সিলেটে প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়