ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তীব্র গরমের আশঙ্কা, এশিয়া কাপের ম‌্যাচের শুরুর সময় পরিবর্তন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৪, ১ সেপ্টেম্বর ২০২৫  
তীব্র গরমের আশঙ্কা, এশিয়া কাপের ম‌্যাচের শুরুর সময় পরিবর্তন

সংযুক্ত আরব আমিরাতে কিছুদিন পরই শুরু হবে মহাদেশীয় প্রতিযোগিতা এশিয়া কাপ। আট দলের এই প্রতিযোগিতার আয়োজক ভারত। তবে নানা জটিলতায় এশিয়া কাপ আয়োজন করা হচ্ছে মরুর দেশে। 

এই সময়ে প্রচণ্ড গরম থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে। তীব্র গরমের আশঙ্কার কারণে এশিয়া কাপের ম‌্যাচের শুরুর সময়ে পরিবর্তন এনেছে আয়োজকরা। মোট ১৯টি ম‌্যাচ হবে এবারের আসরে। ১৮টি ম‌্যাচের সময় পরিবর্তন আনা হয়েছে। ক্রিকেটারদের স্বাস্থ‌্যর কথা চিন্তা করে ম‌্যাচ ৩০ মিনিট পিছিয়ে দেওয়া হয়েছে। 

নতুন সূচি অনুযায়ী ম্যাচগুলো শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টা)। তবে আরব আমিরাত ও ওমানের মধ্যকার ১৫ সেপ্টেম্বরের ম্যাচটি শুরু হবে বিকেল ৪টায় (বাংলাদেশ সময় সন্ধা ৬টায়)। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে এশিয়া কাপের আয়োজক এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান একই গ্রুপে। চতুর্থ দল হিসেবে গ্রুপে আছে হংকং। ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ। ১৩ সেপ্টেম্বর পরের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। আর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ লড়বে ১৬ সেপ্টেম্বর।

ঢাকা/ইয়াসিন

সর্বশেষ

পাঠকপ্রিয়