এশিয়া কাপ-২০২৫: সংযুক্ত আরব আমিরাতের দল ঘোষণা
এশিয়া কাপ ২০২৫ ঘিরে জমে উঠেছে প্রস্তুতি। এরই মধ্যে নিজেদের শক্তিশালী দল ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। প্রত্যাশিতভাবেই দলের নেতৃত্ব পেয়েছেন তারকা অলরাউন্ডার মোহাম্মদ ওয়াসিম।
বৃহস্পতিবার ঘোষিত ১৭ সদস্যের স্কোয়াডে অভিজ্ঞতা আর তরুণ প্রতিভার চমৎকার মিশেল দেখা গেছে। ওয়াসিমের নেতৃত্বে দলে আছেন আলিশান শরাফু, জুনায়েদ সিদ্দিকি, মোহাম্মদ জাওয়াদুল্লাহ ও আসিফ খান। যাদের ওপর ভরসা রাখছে ইউএই ক্রিকেট বোর্ড।
রাহুল চোপড়া, যিনি চলমান ত্রিদেশীয় সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে আছেন, তাকেও বড় ভরসা মনে করা হচ্ছে। পাশাপাশি আলোচনায় আছেন সাগির খান। ঘরের মাঠে ট্রাই-সিরিজে তিনি ৯.৬০ স্ট্রাইক রেটে পাঁচ উইকেট তুলে নিয়েছেন। যার মধ্যে ছিল এক ম্যাচে তিন উইকেট শিকার। ফলে এশিয়া কাপে বল হাতে তাকেই বড় অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে ইউএই।
এশিয়া কাপের মূল মঞ্চে ইউএই বরাবরের মতোই আন্ডারডগ, তবে ওয়াসিমের নেতৃত্বে চমক দেওয়ার ক্ষমতা যে তাদের আছে, সেটাই প্রমাণ করতে নামবে তারা।
এশিয়া কাপে আরব আমিরাতের স্কোয়াড:
মোহাম্মদ ওয়াসিম (অধিনায়ক), আলিশান শরাফু, আরিয়ানশ শর্মা (উইকেটকিপার), আসিফ খান, ধ্রুব পরাশর, ইথান ডি’সুজা, হায়দার আলী, হর্ষিত কৌশিক, জুনায়েদ সিদ্দিকি, মতিউল্লাহ খান, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ জাওয়াদুল্লাহ, মোহাম্মদ জোহাইব, রাহুল চোপড়া (উইকেটকিপার), রোহিদ খান, সিমরনজিৎ সিংহ ও সাগির খান।
গ্রুপ পর্বের সূচি:
এশিয়া কাপে ‘গ্রুপ-এ’ তে পড়েছে ইউএই। তাদের প্রতিপক্ষ ভারত, ওমান ও পাকিস্তান। প্রথম ম্যাচে তারা মুখোমুখি হবে ভারতের, দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। এরপর আবুধাবিতে দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ ওমান। আর গ্রুপ পর্বের শেষ লড়াই হবে ১৭ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে, দুবাইয়ে।
ঢাকা/আমিনুল