ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অবসর ভেঙে ফিরলেন রস টেইলর, তবে অন্য দেশের জার্সিতে

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৮, ৫ সেপ্টেম্বর ২০২৫  
অবসর ভেঙে ফিরলেন রস টেইলর, তবে অন্য দেশের জার্সিতে

নিউ জিল্যান্ডের জার্সি গায়ে শেষ ম্যাচ খেলার তিন বছর পার হওয়ার পর আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন রস টেইলর। তবে এ বার তিনি নামছেন জন্মভূমি নয়, মাতৃভূমির প্রতিনিধিত্ব করতে। আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ এশিয়া–ইস্ট এশিয়া প্যাসিফিক বাছাইপর্বে সামোয়ার হয়ে মাঠে নামবেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান।

টেইলর নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে লিখেছেন, “এটা এখন অফিসিয়াল। আমি নীল জার্সি গায়ে সামোয়ার প্রতিনিধিত্ব করব। এটা কেবল ক্রিকেটে ফেরার সুযোগ নয়, বরং আমার শিকড়, সংস্কৃতি, গ্রাম আর পরিবারকে প্রতিনিধিত্ব করার এক বিশাল সম্মান।”

আরো পড়ুন:

৪১ বছর বয়সী টেইলরের মা সামোয়ার অধিবাসী হওয়ায় তার এই দলে খেলার সুযোগ তৈরি হয়েছে। ২০২২ সালের এপ্রিলে নিউ জিল্যান্ডের হয়ে শেষ ম্যাচ খেলার পর থেকে তিন বছরের সময়সীমা পূর্ণ হওয়ায় এখন তিনি দ্বিতীয় কোনো আন্তর্জাতিক দলের হয়ে খেলতে পারছেন।

নিউ জিল্যান্ডের হয়ে টেইলর খেলেছেন ৪৫০টি আন্তর্জাতিক ম্যাচ। করেছেন ১৮ হাজার ১৯৯ রান (টেস্ট ৭ হাজার ৬৮৩, ওয়ানডে ৮ হাজার ৬০৭, টি-টোয়েন্টি ১ হাজার ৯০৯)। ২০২১ সালে নিউ জিল্যান্ডের ঐতিহাসিক ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ী দলেও তিনি ছিলেন গুরুত্বপূর্ণ সদস্য।

টেইলর জানান, “হ্যাঁ, আমি ভীষণ উচ্ছ্বসিত। অনেকদিন ধরেই বিষয়টা ভাবছিলাম। অবশেষে দল ঘোষণা হলো। আর এখন আমি আনুষ্ঠানিকভাবে জানাতে পারলাম। ভেবেছিলাম হয়তো কোচিং বা অন্য কোনো ভূমিকায় থাকব, খেলোয়াড় হিসেবে নয়। কিন্তু যখন সুযোগ এলো, আমি আর না বলিনি। আশা করি সামোয়ার হয়ে সেরাটা দিতে পারব।”

অবসরের পর নিয়মিত ক্রিকেট না খেললেও মাঝেমধ্যে টুর্নামেন্টে অংশ নিয়েছেন তিনি। টেইলরের ভাষায়, “হ্যাঁ, আগের মতো আর ক্রিকেট খেলা হয়নি। তবে পুরোপুরি দূরে ছিলাম না। গত এক-দেড় মাস ধরে ট্রেনিং করছি, শরীর কেমন সাড়া দেয় দেখার জন্য। বয়স এখন ৪১, তাই আগের মতো ফুরফুরে নই। কিন্তু চেষ্টা করছি খেলার জন্য যথেষ্ট প্রস্তুত হতে।”

আগামী ৮ অক্টোবর ওমানে নিজেদের বিশ্বকাপ বাছাইপর্বের অভিযান শুরু করবে সামোয়া। গ্রুপপর্বে তারা মুখোমুখি হবে ওমান ও পাপুয়া নিউ গিনির।

বিশ্বকাপ বাছাইপর্বে সামোয়ার টি-টোয়েন্টি দল:
ক্যালেব জাসমাট (অধিনায়ক), রস টেইলর, ডেরিয়াস ভিসার, শন সোলিয়া, ড্যানিয়েল বার্গেস, ডগলাস ফিনাউ, স্যাম ফ্রেঞ্চ, কার্টিস হাইনাম-নাইবার্গ, বেন মাইলাটা, নোয়া মিড, সলোমন ন্যাশ, স্যামসন সোলা, ফেরেতি সুলুলোটো, সাওমানি তিয়াই ও ইলি তুগাগা।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়