ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নেপাল থেকে আজই দেশে ফিরছে বাংলাদেশ দল

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৯, ৯ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ০৯:৫১, ৯ সেপ্টেম্বর ২০২৫
নেপাল থেকে আজই দেশে ফিরছে বাংলাদেশ দল

ছবি: বাফুফে

নেপালের অস্থির রাজনৈতিক পরিস্থিতির প্রভাব পড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সফরে। পরিকল্পনা অনুযায়ী বুধবার দেশে ফেরার কথা থাকলেও একদিন আগেই, আজই দলকে ফিরিয়ে আনা হচ্ছে বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

দলের ম্যানেজার আমের খান জানান, “নেপালের পরিস্থিতির কারণে দ্বিতীয় ম্যাচ বাতিল হয়েছে। তাই আর দেরি না করে দলকে যত দ্রুত সম্ভব দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছি। বিমানের সিট মিললেই আজই সবাইকে ফেরানো হবে।”

আরো পড়ুন:

বাংলাদেশ দল গত ৩ সেপ্টেম্বর দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলতে কাঠমান্ডুতে পৌঁছেছিল। প্রথম ম্যাচে গত শনিবার স্বাগতিক নেপালের বিপক্ষে গোলশূন্য ড্র করে জামাল ভূঁইয়ার দল। আজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল দ্বিতীয় ম্যাচটি। কিন্তু চলমান সরকারবিরোধী বিক্ষোভ ও সহিংসতার কারণে ম্যাচটি বাতিল হয়ে যায়।

ফলে আগাম প্রস্তুতির অংশ হিসেবে নেওয়া সফর অসম্পূর্ণ রেখেই আজই দেশে ফিরছেন জামালরা। নিরাপত্তার বিষয়টিকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এ সিদ্ধান্ত নিয়েছে বাফুফে।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়