ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আইসল্যান্ডের বিপক্ষে কষ্টার্জিত জয়ে রেকর্ড বইতে এমবাপ্পে

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫১, ১০ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১২:৩৯, ১০ সেপ্টেম্বর ২০২৫
আইসল্যান্ডের বিপক্ষে কষ্টার্জিত জয়ে রেকর্ড বইতে এমবাপ্পে

প্যারিসের পার্ক দে প্রিন্সে হোঁচট খাওয়ার আশঙ্কা উড়িয়ে দিয়ে শেষ পর্যন্ত জয় তুলে নিয়েছে ফ্রান্স। মঙ্গলবার দিবাগত রাতে বিশ্বকাপ বাছাইয়ের ‘গ্রুপ-ডি’ এর ম্যাচে ১০ জন নিয়ে খেলেও আইসল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে দিদিয়ের দেশমের শিষ্যরা। ম্যাচের নায়ক স্বভাবতই কিলিয়ান এমবাপ্পে। যিনি এক গোল করার পাশাপাশি একটিতে সহায়তা করে লিখেছেন নতুন ইতিহাসও।

প্রথমার্ধের ২১ মিনিটে অপ্রত্যাশিতভাবে এগিয়ে যায় আইসল্যান্ড। মিশেল ওলিসের ভুলে বল কাড়েন আইসাক বার্গম্যান জোহানসন, সেখান থেকে গোল করেন আন্দ্রি গুডইয়োনসেন। প্রাক্তন চেলসি ও বার্সেলোনা ফরোয়ার্ড আইদুর গুডইয়োনসেনের ছেলে তিনি।

আরো পড়ুন:

তবে বিরতিতে যাওয়ার আগে ফ্রান্স সমতায় ফেরে। মার্কাস থুরামকে ফাউল করলে ভিএআরের সহায়তায় পেনাল্টি পায় স্বাগতিকরা। স্পটকিক থেকে গোল করে এমবাপ্পে ছুঁয়ে ফেলেন আন্তর্জাতিক ক্যারিয়ারের ৫২ গোল। থিয়েরি অঁরিকে পেছনে ফেলে যা তাকে ফ্রান্সের ফুটবল ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা বানায়। শীর্ষে থাকা অলিভিয়ে জিরুর থেকে মাত্র পাঁচ গোল দূরে তিনি।

দ্বিতীয়ার্ধে ৬২ মিনিটে ম্যাচে ফিরে আসা ফ্রান্সকে এগিয়ে দেন ব্র্যাডলি বারকোলা। এমবাপ্পের পাস থেকে সহজেই গোল করেন তিনি। এরপরই ঝুঁকির মুখে পড়ে স্বাগতিকরা। ৬৮ মিনিটে অরেলিয়েন চুয়ামেনির বিপজ্জনক ট্যাকল ভিএআরের পর লাল কার্ডে রূপ নেয়। ফলে শেষ ২২ মিনিট ১০ জন নিয়েই লড়তে হয় ফ্রান্সকে।

শেষ মুহূর্তে গুডইয়োনসেন গোল পেয়েছিলেন বটে, কিন্তু আইব্রাহিমা কোনাতেকে ফাউল করার কারণে ভিএআরের সিদ্ধান্তে বাতিল হয় তা। এর আগে আইসল্যান্ডের গোলরক্ষক এলিয়াস রাফন ওলাফসন দুর্দান্ত কয়েকটি সেভে স্বাগতিকদের ভোগালেও শেষ পর্যন্ত হারের শঙ্কা এড়াতে পারেননি।

টানা দ্বিতীয় জয়ে ২ বারের বিশ্বচ্যাম্পিয়নরা গ্রুপ পর্বে শক্ত অবস্থান তৈরি করল। আর এমবাপ্পে আরও একবার প্রমাণ করলেন, ফ্রান্স ফুটবলের নতুন ইতিহাস এখন তার হাতেই লেখা হচ্ছে। 

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়