ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১১, ১১ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ২০:৩০, ১১ সেপ্টেম্বর ২০২৫
টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

এশিয়া কাপে ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে মাঠে নেমেছে বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতেছেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। তিনি অবশ্য বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন। টস হেরে ব্যাট করবে প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে বড় ব্যবধানে পরাজিত হওয়া হংকং।

বাংলাদেশ তিন পেসার নিয়ে মাঠে নেমেছে। একাদশে আছেন তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব। স্পিন বিভাগে আছেন রিশাদ হোসেন ও শেখ মেহেদী হাসান।

আরো পড়ুন:

বাংলাদেশের একাদশ:  
তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, শেখ মাহেদী হাসান, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

টস জিতলে হংকংয়ের অধিনায়ক ইয়াসিম মুর্তাজাও আগে বোলিং নিতেন। তবে আজ তিনি সেইসব ভুল করতে চান না, যেগুলো আগের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে করেছিলেন। আর যদি তা করতে পারেন, তাহলে আজ ভালো সংগ্রহ দাঁড় করাতে পারবেন বলেই তার বিশ্বাস।

একাদশে অবশ্য কোনো পরিবর্তন আনেনি হংকং। যে একাদশ নিয়ে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলেছিল, সেই একই একাদশ নিয়ে বাংলাদেশের বিপক্ষেও মাঠে নেমেছে তারা।

হংকংয়ের একাদশ:
জিশান আলি (উইকেটরক্ষক), আনশি রথ, বাবর হায়াত, নিজাকাত খান, কালহান চাল্লু, কিঞ্চিত শাহ, ইয়াসিম মুর্তাজা (অধিনায়ক), আইজাজ খান, আয়ুশ শুক্লা, আতিক ইকবাল ও এহসান খান।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়