ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে নেই লিটনসহ চারজন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৯, ২৪ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ২০:১৪, ২৪ সেপ্টেম্বর ২০২৫
টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে নেই লিটনসহ চারজন

এশিয়া কাপের সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতেছেন লিটন দাসের পরিবর্তে এই ম্যাচের অধিনায়ক জাকের আলী। তিনি বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশ দলে আজ চারটি পরিবর্তন আনা হয়েছে। ইনজুরির কারণে একাদশে নেই নিয়মিত অধিনায়ক লিটন। এছাড়াও নেই তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও শেখ মাহেদী হাসান। একাদশে এসেছেন রিশাদ হোসেন, পারভেজ হোসেন ইমন, শামীম হোসেন পাটোয়ারী ও মোহাম্মদ সাইফউদ্দিন।

ভারত অবশ্য তাদের একাদশে কোনো পরিবর্তন আনেনি। সূর্যকুমার যাদব জানিয়েছেন, টস জিতলে তিনিও ব্যাটিং নিতেন।

আরো পড়ুন:

বাংলাদেশ ও ভারত উভয় দলই তাদের প্রথম ম্যাচে জয় পেয়েছে। তাই আজকের ম্যাচটি যারা জিতবে তারা ফাইনালে এক পা দিয়ে রাখবে।

বাংলাদেশের একাদশ:
সাইফ হাসান, তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলি (অধিনায়ক ও উইকেটরক্ষক), শামীম হোসেন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন ও মোস্তাফিজুর রহমান।

ভারতের একাদশ:
অভিষেক শর্মা, শুভমান গিল, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), শিভম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ ও বরুণ চক্রবর্তী।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়