জয়-দিপুর ঝড়ে ঢাকাকে উড়াল চট্টগ্রাম
একজনের ব্যাটে ৬ ছক্কা। আরেকজনের ব্যাটে ৫। চট্টগ্রাম বিভাগের দুই ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয় ও শাহাদাত হোসেন দিপু রীতিমতো তাণ্ডব চালালেন ঢাকা মেট্রোর বোলারদের ওপর।
জাতীয় ক্রিকেট লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম ৮ উইকেটের বিশাল জয় পেয়েছে ঢাকার বিপক্ষে। আগে ব্যাটিংয়ে নেমে ঢাকা মেট্রো ৬ উইকেট ১৮৫ রান করে। জয় ও দিপুর বিধ্বংসী ব্যাটিংয়ে ১৯ বল আগেই জয়ের বন্দরে পৌঁছে যায় চট্টগ্রাম।
ম্যাচ সেরা নির্বাচিত হওয়া জয় ৩৭ বলে ৪টি চার ও ৬টি ছক্কায় ৭১ রান করেন৷ ১৯১.৮৯ স্ট্রাইক রেটে ব্যাটিং করে চমকে দেন সবাইকে। জয় নিশ্চিত করে মাঠ ছাড়া দিপুও কম যাননি। ৩৬ বলে ৬৪ রান করেন ২ চার ও ৫ ছক্কায়। দ্বিতীয় উইকেটে এই দুই ব্যাটসম্যান ৭৪ রানের জুটি গড়েন। তাতে জয়ের পথ মসৃণ হয়ে যায় চট্টগ্রামের। ইনিংসের শুরুতে ১৮ বলে ৩১ রান করেন মমিনুল হক।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নামা ঢাকা মেট্রোর ইনিংসের শুরুটা ছিল দুর্দান্ত। ওভার প্রতি ৮ করে তুলছিলেন দুই ওপেনার নাঈম শেখ ও মাহফিজুল ইসলাম রবিন। নবম ওভারে ভাঙে উদ্বোধনী জুটি। স্পিনার হাসান মুরাদের বলে ফিরতি ক্যাচ দেন নাঈম শেখ। ১৫ রান পর মাহফিজুল সাজঘরে ফেরেন রুবেলের বলে। দুজনের কেউই ৫০ ছুঁতে পারেননি। নাঈম ৪৬ ও মাফিজুল ৪১ রানে আউট হন।
উদ্বোধনী যদি ভাঙার পর চট্টগ্রামের বোলাররা ম্যাচে ফিরেন। দ্রুত তারা সাদমান (১৫), আনিসুল (৩) ও মাহমুদুল হাসানের (৪) উইকেট তুলে নেন। অল্প রানে গুটিয়ে যাওয়ার শঙ্কায় থাকা ঢাকা মেট্রোকে টেনে তোলেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ ও আবু হায়দার রনি।
মাহমুদুল্লাহ ৩টি করে চার ও ছক্কায় ২২ বলে ৪১ রান করেন। রনি শেষ দিকে ১২ বলে ২৪ রান করেন ২ চার ও ১ ছক্কায়। তাতে ১৮৫ রানের পুঁজি পায় ঢাকা মেট্রো। ২৩ বলে ৫৬ রানের জুটি গড়েন এই দুই ব্যাটসম্যান।
চট্টগ্রামের বোলারদের মধ্যে ৩২ রানে ২ উইকেট নিয়ে সেরা ছিলেন নাঈম হাসান।১টি করে উইকেট নেন হাসান মাহমুদ রুবেল ও হাসান মুরাদ।
ঢাকা/ইয়াসিন