ঢাকা     রোববার   ০৭ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আমিনুলের দলে অভিষিক্ত বেশি, অভিজ্ঞ ‘কম’

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৪, ৭ অক্টোবর ২০২৫  
আমিনুলের দলে অভিষিক্ত বেশি, অভিজ্ঞ ‘কম’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদে একঝাক নতুন মুখ। মোট ২৫ জন সদস্যের মধ্যে ১৯ জন এবারই প্রথম বোর্ডের দায়িত্ব নিয়েছেন। সংখ্যাটা একটা বাড়তেও পারে। 

ক্লাব ক্যাটাগরি থেকে আসা ১২ পরিচালকের মধ্যে ৯ জনই এবার প্রথম। জেলা ও ক্রীড়া সংস্থা থেকে ১০ জনের মধ্যে ৮ জনই প্রথমবার পরিচালক হয়েছেন। আর সাবেক ক্রিকেটারদের মধ্যে প্রথমবার বিসিবি পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন খালেদ মাসুদ পাইলট।
তাতে তো বলাই যায় আমিনুলের পরিচালনা পরিষদে অভিষিক্তের সংখ্যাটাই বেশি। অভিজ্ঞতায় পিছিয়ে। 

ক্লাব ক্যাটাগরি থেকে নতুন মুখ ইশতিয়াক সাদেক ও শানিয়ান তানিন নাভিন সর্বোচ্চ ৪২টি করে ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়া আদনান রহমান দীপন (৪০), ফায়াজুর রহমান (৪০), আবুল বাশার (৪০), আমজাদ হোসেন (৪১), মোখছেদুল কামাল (৪১), এম নাজমুল ইসলাম (৩৪) ও মেহরাব আলম চৌধুরী (৪১) প্রথমবার বিসিবি পরিচালক হয়েছেন।

চট্টগ্রাম বিভাগের আসিফ আকবর ও আহসান ইকবাল চৌধুরী, খুলনা বিভাগের আব্দুর রাজ্জাক ও জুলফিকার আলী খান, সিলেট বিভাগের রাহাত শামস এবং বরিশাল বিভাগের শাখাওয়াত হোসেন এবারই প্রথম বিসিবিতে পরিচালকের পদে বসবেন।

জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনীত হয়েছেন ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক। তারও অভিষেক হচ্ছে। এম ইসফাক আহসানের পরিচালক পদ বাতিল হয়েছে। নয়তো তারও হতো প্রথমবার।
এছাড়া এর আগে পরিচালক হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল, নাজমুল আবেদীন ফাহিম, ফারুক আমহেদ, মনজুর আলম ও ইফতেখার রহমান।

নতুনদের নিয়ে কাজ করার সঙ্গে চ্যালেঞ্জের সঙ্গে বড় স্বপ্নও দেখছেন আমিনুল, ‘’এটা চ্যালেঞ্জ হবে। তবে এখানে যে যে যার যার থেকে প্রমাণ করে এসেছে। তাদের যেই কোয়ালিটি আছে সেটা নিয়ে এসেছে। আমরা সবাই শিখতে শিখতে এগুবো। ক্রিকেট খেলা চালাতে গেলে বিভিন্ন এক্সপারটিজের দরকার হয়। ফাইনান্স, কমার্শিয়ালের দরকার হয়। সারাদেশ থেকে যে দলটা এসেছে হয়তো নতুন, বোর্ডের সঙ্গে কাজ করবে কিন্তু তারা এক্সপার্টাইজ বিভিন্ন জায়গায়। একসাথে কাজ করলে সেরা আউটকাম পাবো।’’

ঢাকা/ ইয়াসিন

সর্বশেষ

পাঠকপ্রিয়