ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এনসিএল টি-টোয়েন্টিতে কে কোন পুরস্কার পেলেন

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫১, ১২ অক্টোবর ২০২৫  
এনসিএল টি-টোয়েন্টিতে কে কোন পুরস্কার পেলেন

জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টির দ্বিতীয় আসরের শিরোপা জিতল রংপুর বিভাগ। প্রতিযোগিতার প্রথম আসরের শিরোপাও তারা জিতেছিল। দাপুটে ক্রিকেটে এবার খুলনা বিভাগকে ৮ উইকেটে উড়িয়ে চ্যাম্পিয়ন হলো রংপুর। একপেশে ফাইনালে রংপুর দ্বিতীয় শিরোপা পেয়েছে। খুলনা মাত্র ১৩৬ রান করে। ৩ ওভার আগে লক্ষ্যে পৌঁছে যায়।

৮ দলের এই প্রতিযোগিতার পর্দা নামলো রোববার। প্রথম আসরের মতো ব্যাট-বলে তেমন উত্তাপ ছড়ায়নি। তবে মনে রাখার মতো পারফরম্যান্স ছিল। সেইসব পারফরম্যান্সের কারণে আয়োজকরা তাদের পুরস্কৃতকরলো।

আরো পড়ুন:

এনসিএল টি-টোয়েন্টিতে কে কোন পুরস্কার পেলেন এক নজরে দেখা যাক—
 
ফাইনাল সেরা: নাসির হোসেন, রংপুর (৪-১-১৯-০, ৩১ বল ৪৬ রান),
সেরা ফিল্ডার: এস এম মেহরাব, ঢাকা মেট্রো (৫ ক্যাচ),
প্রমিসিং প্লেয়ার: মোহাম্মাদ রুবেল, চট্টগ্রাম (৮ ম্যাচ ১০ উইকেট),
সর্বোচ্চ রান সংগ্রাহক: মাহমুদুল হাসান জয়, চট্টগ্রাম (৮ ম্যাচ ৩২৩ রান),
সর্বোচ্চ উইকেট সংগ্রাহক: হাসান মুরাদ, চট্টগ্রাম (৮ ম্যাচ ১৪ উইকেট),
প্লেয়ার অব দ্যা টুর্নামেন্ট: আকবর আলী (৮ ম্যাচ ২২২ রান, চ্যাম্পিয়ন অধিনায়ক)। 

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়