ঢাকা     বৃহস্পতিবার   ১১ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইউরোপের মঞ্চে ‘গানার্স’ গর্জন চলছেই

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৮, ১১ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১২:৫১, ১১ ডিসেম্বর ২০২৫
ইউরোপের মঞ্চে ‘গানার্স’ গর্জন চলছেই

প্রিমিয়ার লিগের হতাশা ঝেড়ে ফেলে ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে জমজমাট মঞ্চে যেন অপ্রতিরোধ্য হয়ে উঠেছে আর্সেনাল। বুধবার (১০ ডিসেম্বর) দিবাগত রাতে বেলজিয়ামের ক্লাব ব্রুজের দুর্গে গিয়ে মিকেল আর্তেতার দল ছিনিয়ে আনল দাপুটে এক জয়, ৩-০ ব্যবধানে। এই জয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বের টিকিট প্রায় নিশ্চিত হয়ে গেল ‘গানারদের’ জন্য।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, এই মৌসুমে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালই একমাত্র দল যারা গ্রুপ পর্বের টানা ছয়টি ম্যাচেই জয়ের হাসি হাসল। যা নিখুঁত পারফরম্যান্সের অনন্য দৃষ্টান্ত।

আরো পড়ুন:

ব্রুজের মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকেই আর্সেনালের আক্রমণ ছিল বিদ্যুৎগতির। দলের ফরোয়ার্ড ননি মাদুয়েকে তার গতি ও ফিনিশিংয়ে মুগ্ধতা ছড়িয়ে একাই করলেন জোড়া গোল। তৃতীয় গোলটি আসে ব্রাজিলিয়ান সেনসেশন গ্যাব্রিয়েল মার্টিনেল্লির পা থেকে।

ম্যাচের শুরুতেই মার্টিন ওডেগোর প্রচেষ্টায় সুযোগ তৈরি হয়। যদিও গোলের খাতা খোলেন মাদুয়েকেই। প্রতিপক্ষের ডিফেন্ডারদের কাটিয়ে ডি-বক্সের বাইরে থেকে নেওয়া তার জোরালো শট জড়িয়ে যায় জালে। বিরতির পরও মাদুয়েকের দাপট অব্যাহত থাকে। দুর্দান্ত এক হেডে তিনি নিজের দ্বিতীয় গোলটি পূরণ করেন। এর অল্প সময় পরই দূরপাল্লার শটে গোল করে ৩-০ ব্যবধান নিশ্চিত করেন মার্টিনেল্লি। ব্রুজ কিছু পাল্টা আক্রমণ সাজালেও আর্সেনালের গোলরক্ষক ডেভিড রায়া দক্ষ হাতে সেগুলো প্রতিহত করে ক্লিন শিট নিশ্চিত করেন।

এ পর্যন্ত ছয় ম্যাচ খেলে ছয়টিই জিতে পূর্ণ ১৮ পয়েন্ট নিয়ে আর্সেনাল এখন গ্রুপ টেবিলের শীর্ষে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে। ১৫ পয়েন্ট নিয়ে তাদের পরেই আছে বায়ার্ন মিউনিখ। এছাড়া পিএসজি, ম্যানচেস্টার সিটি এবং আটালান্টার মতো হেভিওয়েট দলগুলোও ১৩ পয়েন্ট করে সংগ্রহ করেছে। অন্যদিকে, ব্রুজ মাত্র ৪ পয়েন্ট নিয়ে তালিকার ৩১তম স্থানে অবস্থান করছে। যা তাদের চ্যাম্পিয়নস লিগ অভিযানকে আরও কঠিন করে তুলল।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়