ঢাকা     রোববার   ১৮ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অবশেষে সাইফের ব্যাটে রান, ঢাকার চ্যালেঞ্জিং সংগ্রহ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০০, ১৮ জানুয়ারি ২০২৬   আপডেট: ২০:৩১, ১৮ জানুয়ারি ২০২৬
অবশেষে সাইফের ব্যাটে রান, ঢাকার চ্যালেঞ্জিং সংগ্রহ

বিপিএলের এবারের আসর ভুলে যেতে চাইবেন সাইফ হাসান। আগের ৮ ইনিংসে তার রান ছিল ১, ৯, ১, ১৫, ২২, ০, ০ ও ১২। মোট রান ছিল ৬০। আজ রবিবার লিগ পর্বে ঢাকা ক্যাপিটালসের শেষ ম্যাচে হাসল তার ব্যাট। ৪৪ বলে ৫টি চার ও ৫ ছক্কায় করলেন ৭৩ রান। তাতে ১৯.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৭০ রান সংগ্রহ করেছে ঢাকা ক্যাপিটালস। জিততে চট্টগ্রাম রয়্যালসকে করতে হবে ১৭১ রান।

সাইফ হাসানের বাইরে জুবাইদ আকবরি ১ চার ও ২ ছক্কায় করেন ২৯ রান। এছাড়া উসমান খান ১৬, মোহাম্মদ মিথুন ১৫ ও মোহাম্মদ সাইফউদ্দিন করেন ১২ রান। অতিরিক্ত খাত থেকে আসে ১৩টি রান।

আরো পড়ুন:

বল হাতে চট্টগ্রামের তানভীর ইসলাম ৪ ওভারে ২৫ রানে ৩টি উইকেট নেন। শরিফুল ইসলাম ৪ ওভারে ১৮ রানে নেন ২টি উইকেট। আমের জামাল ২টি উইকেট নিলেও ছিলেন বেশ ব্যয়বহুল। তিনি ৩.৫ ওভারে দেন ৪৯ রান। মুদিকুল ইসলাম ৩ ওভারে ৪০ রান দিয়ে নেন ১টি উইকেট। আর শেখ মাহেদী হাসান ৪ ওভারে ২৫ রানে নেন ১টি।

ঢাকা ক্যাপিটালসের বিদায় ইতোমধ্যে নিশ্চিত হয়ে গেছে। ৯ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৪ পয়েন্ট। আজ জিতলে ৬ পয়েন্ট নিয়ে বিপিএলের এবারের আসর শেষ করবে। আর চট্টগ্রাম জিতলে ১৪ পয়েন্ট নিয়ে কোয়ালিফায়ার খেলবে।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়